গত বছরের প্রথমদিক থেকে শুরু করে এখনো পর্যন্ত কোভিড ১৯ এর জন্য এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাংলাদেশে নেটফ্লিক্স ইউজার আগেত তুলনায় এক বছরে অনেক বেড়েছে। অধিকাংশ ইন্টারনেট ইউজাররাই বর্তমানে তাদের অবসর সময় বিভিন্ন মুভি এবং টিভি সিরিজ দেখে কাটিয়ে থাকেন।
তাই যারা আগে নেটফ্লিক্স ব্যাবহার করতেন না কিন্তু কয়েক মাস ধরে ব্যাবহার করছেন, তারা অনেকেই নেটফ্লিক্সের অনেক টিপস এবং ট্রিকসের ব্যাপারে জানেন না। তাই আজকে নেটফ্লিক্স ইউজারদের জন্য এমন কয়েকটি টিপস-ট্রিকস নিয়েই আলোচনা করতে চলেছি যেগুলো নেটফ্লিক্স ইউজারদের জানা প্রয়োজন। তবে এই ট্রিকসগুলো শুধুমাত্র যারা ল্যাপটপ বা ডেস্কটপে নেটফ্লিক্স দেখেন, তাদের জন্য।
এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ
আইএমডিবি রেটিং যোগ করা
আপনি হয়তো খেয়াল করেছেন যে, নেটফ্লিক্সে যেকোনো মুভি বা টিভি সিরিজ লিস্টিং পেজে মুভি এবং সিরিজগুলোর কোনো আইএমডিবি রেটিং দেখানো হয়না। শুধুমাত্র ওই সিরিজটি আপনার ইন্টারেস্টের সাথে কত পারসেন্ট ম্যাচ করে এবং যারা ওই কন্টেন্টটি দেখেছেন, তাদের মধ্যে কত পারসেন্ট অডিয়েন্স সেটি পছন্দ করেছেন, এই দুটি ইনফো দেখানো হয়। তবে সত্যি কথা বলতে, মুভি বা সিরিজ চয়েজ করার সময় এই দুটি ইনফো কখনোই যথেষ্ট নয়। এসব ইনফোর পাশাপাশি একইসাথে ওই কন্টেন্টটির আইএমডিবি এবং রটেন-টমেটোস রেটিং দেখতে পেলে মুভি বা সিরিজটি দেখবো কিনা তা ডিসাইড করা আমাদের জন্য সহজ হয়।
লো আইএমডিবি রেটিং দেখলে অনেক ইউজারই অনেক কন্টেন্ট ইগনোর করে চলে যাবেন, এইজন্যই হয়তো নেটফ্লিক্স এসব কন্টেন্টের আইএমডিবি রেটিং তাদের লিস্টিং পেজে শো করেনা। যাইহোক, যা অনেকেই জানেন না তা হচ্ছে, আপনি ডেস্কটপে নেটফ্লিক্স ব্রাউজ করার সময় চাইলেই একটি থার্ড পার্টি ব্রাউজার এক্সটেনশনের সাহায্যে নেটফ্লিক্সের লিস্টিং পেজে প্রত্যেকটি কন্টেন্টের আইএমডিবি এবং রটেন-টমেটোস রেটিং যোগ করে নিতে পারবেন।
তাই যারা আগে নেটফ্লিক্স ব্যাবহার করতেন না কিন্তু কয়েক মাস ধরে ব্যাবহার করছেন, তারা অনেকেই নেটফ্লিক্সের অনেক টিপস এবং ট্রিকসের ব্যাপারে জানেন না। তাই আজকে নেটফ্লিক্স ইউজারদের জন্য এমন কয়েকটি টিপস-ট্রিকস নিয়েই আলোচনা করতে চলেছি যেগুলো নেটফ্লিক্স ইউজারদের জানা প্রয়োজন। তবে এই ট্রিকসগুলো শুধুমাত্র যারা ল্যাপটপ বা ডেস্কটপে নেটফ্লিক্স দেখেন, তাদের জন্য।
আইএমডিবি রেটিং যোগ করা
আপনি হয়তো খেয়াল করেছেন যে, নেটফ্লিক্সে যেকোনো মুভি বা টিভি সিরিজ লিস্টিং পেজে মুভি এবং সিরিজগুলোর কোনো আইএমডিবি রেটিং দেখানো হয়না। শুধুমাত্র ওই সিরিজটি আপনার ইন্টারেস্টের সাথে কত পারসেন্ট ম্যাচ করে এবং যারা ওই কন্টেন্টটি দেখেছেন, তাদের মধ্যে কত পারসেন্ট অডিয়েন্স সেটি পছন্দ করেছেন, এই দুটি ইনফো দেখানো হয়। তবে সত্যি কথা বলতে, মুভি বা সিরিজ চয়েজ করার সময় এই দুটি ইনফো কখনোই যথেষ্ট নয়। এসব ইনফোর পাশাপাশি একইসাথে ওই কন্টেন্টটির আইএমডিবি এবং রটেন-টমেটোস রেটিং দেখতে পেলে মুভি বা সিরিজটি দেখবো কিনা তা ডিসাইড করা আমাদের জন্য সহজ হয়।
লো আইএমডিবি রেটিং দেখলে অনেক ইউজারই অনেক কন্টেন্ট ইগনোর করে চলে যাবেন, এইজন্যই হয়তো নেটফ্লিক্স এসব কন্টেন্টের আইএমডিবি রেটিং তাদের লিস্টিং পেজে শো করেনা। যাইহোক, যা অনেকেই জানেন না তা হচ্ছে, আপনি ডেস্কটপে নেটফ্লিক্স ব্রাউজ করার সময় চাইলেই একটি থার্ড পার্টি ব্রাউজার এক্সটেনশনের সাহায্যে নেটফ্লিক্সের লিস্টিং পেজে প্রত্যেকটি কন্টেন্টের আইএমডিবি এবং রটেন-টমেটোস রেটিং যোগ করে নিতে পারবেন।
নিচের লিংক থেকে ক্রোম এক্সটেনশনটি ইন্সটল করে নিলেই এরপর থেকে আপনি যখনই নেটফ্লিক্সে কোনো মুভি বা সিরিজের লিস্টিং বা নাম দেখবেন, পাশাপাশি ওই মুভি বা সিরিজটির আইএমডিবি রেটিংটিও ছোট করে দেখতে পাবেন। এর ফলে নেক্সট টাইম কোনো মুভি বা সিরিজ দেখার সময় সেটা দেখা উচিত হবে কিনা তা ডিসাইড করা আরও একটু সহজ হবে। আপনি চাইলেই মুভিটির নাম আইএমডিবি ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়ালি সার্চ করতে পারতেন, তবে নেটফ্লিক্স ইন্টারফেসের ভেতরে রেটিং দেখতে পাওয়া অবশ্যই বেশি কনভেনিয়েন্ট।
হাই কোয়ালিটি স্ট্রিমিং
যারা ডেস্কটপে নেটফ্লিক্স কন্টেন্ট দেখে থাকেন, তাদের মধ্যে অধিকাংশ ইউজাররাই গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স ব্রাউজারে নেটফ্লিক্স দেখেন। আবার অনেকে নেটফ্লিক্সের অফিসিয়াল উইন্ডোজ অ্যাপ ব্যাবহার করেন। নেটফ্লিক্সের অফিসিয়াল অ্যাপ আপনি উইন্ডোজ ১০ স্টোরে সার্চ করলেই পাবেন। তবে যা অনেকেই জানেন না তা হচ্ছে, আপনার ইন্টারনেট স্পিড যতই ভালো হোক না কেন, আপনি যখন গুগল ক্রোম বা ফায়ারফক্সে নেটফ্লিক্স কন্টেন্ট দেখছেন, আপনি তখন কখনোই ৭২০পি রেজুলেশনের ওপরে স্ট্রিম করতে পারছেন না। এটাই নেটফ্লিক্স স্ট্রিমিং এর ক্ষেত্রে গুগল ক্রোম এবং ফায়ারফক্সের লিমিটেশন।
আপনার ইন্টারনেট স্পিড যদি ২০ এমবিপিএস+ হয় এবং আপনি ৭২০পি এর ওপরে নেটফ্লিক্স কন্টেন্ট স্ট্রিম করতে চান, সেক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যাবহার করতে হবে। একমাত্র মাইক্রোসফট এজ ব্রাউজারেই আপনি সর্বোচ্চ ৪কে রেজুলেশনে নেটফ্লিক্স কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। তাই ডেস্কটপে নেটফ্লিক্স কন্টেন্ট দেখার সময় মাইক্রোসফট এজ ব্যাবহার করা একটি ভালো আইডিয়া। আর আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার ইন্টারনেট স্পিড ৭২০পি রেজুলেশনের ওপরে স্ট্রিম করতে ক্যাপেবল নয়, সেক্ষেত্রে যেকোনো ব্রাউজার ব্যাবহার করতে পারেন।
নেটফ্লিক্স পার্টি
আপনার কি কখনো ইচ্ছা হয়েছে যে আপনি আপনার পছন্দের মুভি বা সিরিজটি আপনার কোনো বন্ধুর সাথে একইসাথে উপভোগ করবেন? হ্যা, আপনার বন্ধু চাইলে আপনার সাথে বসে একই স্ক্রিনে দেখতে পারে। তবে আপনি হয়তো জানতেন না যে, আপনি চাইলে রিমোটলিও আপনার বন্ধুর সাথে একইসময়ে একইসাথে কোনো নেটফ্লিক্স কন্টেন্ট দেখতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এবং আপনার বন্ধু, দুজনেরই আলাদা আলাদা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন থাকা প্রয়োজন। যদি তা থাকে, তাহলে সহজেই আপনি Netflix Party ব্রাউজার এক্সটেনশনটির সাহায্যে তা করতে পারবেন। আপনাকে জাস্ট আপনার পছন্দের কন্টেন্টটি প্লে করে এরপর Netflix Party এক্সটেনশনটি ওপেন করে সেখানে জেনারেট হওয়া ইউনিক লিংকটি কপি করতে হবে। এরপর এই লিংকটি পাঠিয়ে দিতে হবে আপনি যার সাথে বসে কন্টেন্টটি উপভোগ করতে চান, তাকে।
এই লিংকটিতে ভিজিট করলেই তার স্ক্রিনেও একই কন্টেন্ট প্লে হওয়া শুরু হবে। তবে এক্ষেত্রে তার ব্রাউজারেও Netflix Party এক্সটেনশনটি ইন্সটল করা থাকতে হবে। এবার আপনি যখন পজ করবেন, আপনার ফ্রেন্ডের স্ক্রিনেও অটোমেটিক্যালি কন্টেন্টটি পজ হবে। আবার আপনার ফ্রেন্ড পজ/প্লে করলে আপনার স্ক্রিনেও পজ/প্লে হবে। এভাবে দুজনের ওয়াচিং প্রোগ্রেস সবসময় সিংকড থাকবে। এছাড়া চাইলে পাশে আসা একটি সাইডবারে দুজনেই কিবোর্ড ব্যাবহার করে চ্যাট করতে পারবেন। আর শুধু দুজন ফ্রেন্ডই নয়, আপনি চাইলে এভাবে পার্টি হোস্ট করে অনেকজন মিলেও কোনো মুভি বা সিরিজ উপভোগ করতে পারবেন।
কিবোর্ড শর্টকাটস জেনে রাখুন
যারা ডেস্কটপে নেটফ্লিক্স দেখতে অভ্যস্থ, তাদের অবশ্যই কিছু এসেনশিয়াল কিবোর্ড শর্টকাটস জেনে রাখা দরকার। কারণ, অনেকসময় ডেস্কটপে কোনো কন্টেন্ট প্লে করে চেয়ারে হেলান দিয়ে বসার পরে শুধুমাত্র কিবোর্ডটাই হাতের কাছে থাকে। বারবার উঠে মাউস দিয়ে ইউআই ন্যাভিগেট করা বেশ ঝামেলার কাজ হয়ে যায়। আমি নিজেই সবসময় ডেস্কটপেই নেটফ্লিক্স কন্টেন্ট দেখি। তাই সবসময়ই এই প্রবলেম ফেস করতে হয়। তাই এমন অবস্থায় কিবোর্ড শর্টকাটসগুলো কাজে আসতে পারে। যারা আমার মতো ডেস্কটপে নেটফ্লিক্স কন্টেন্ট দেখতে অভ্যস্থ, তারা নিচের কয়েকটি হ্যান্ডি কিবোর্ড শর্টকাট জেনে রাখতে পারেন-
– F এবং F11 প্রেস করলে ফুলস্ক্রিন মোড অন হবে আর Esc প্রেস করলে আবার ফুলস্ক্রিন মোড বন্ধ হবে।
– PgDn প্রেস করলে চলতে থাকা কন্টেন্ট পজ হবে এবং PgUp ক্লিক করলে প্লে হবে। আবার এটা আপনি নরমালি স্পেসবার প্রেস করেও করতে পারবেন।
– Shift + Right Arrow প্রেস করলে ১০ সেকেন্ড ফরওয়ার্ড হবে, আর Shift + Left Arrow প্রেস করলে ১০ সেকেন্ড রিওয়াইন্ড হবে। তবে এটা এখন Shift ছাড়া শুধুমাত্র Left এবং Right অ্যারো কি দিয়েও কাজ করে।
– M প্রেস করলে ভলিউম মিউট হবে। তবে তা অধিকাংশ সময় আপনার ডিভাইসের ওপরে ডিপেন্ড করে। তাছাড়া Up Arrow এবং Down Arrow প্রেস করে আপনি ৪ লেভেলে ভলিউমও কন্ট্রোল করতে পারবেন।
সাবটাইটেল কাস্টোমাইজেশন
আপনিও যদি আমার এবং অধিকাংশ নেটফ্লিক্স ইউজারের মত হয়ে থাকেন, তাহলে আপনি ইংলিশ জানলেও সাবটাইটেল ছাড়া কোন মুভি বা সিরিজ দেখে শান্তি পান না। সবগুলো কন্টেন্টেরই প্রোপার এবং পারফেক্টলি সিংকড সাবটাইটেল থাকে বলেই অনেক ইউজার শুধুমাত্র এই কারনেই টাকা দিয়ে নেটফ্লিক্স ব্যাবহার করেন। যাইহোক, অনেকেই হয়তো জানেন না যে, ডেস্কটপে নেটফ্লিক্স দেখলে আপনি চাইলে নেটফ্লিক্সের সাবটাইটেল নিজের মতো করে কাস্টোমাইজ করে নিতেও পারবেন।
সাবটাইটেল চেঞ্জ করার জন্য অবশ্যই আগে নেটফ্লিক্সে আপনার অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইলে লগিন করুন। আমরা কেউই নিজে সম্পুর্ণ অ্যাকাউন্ট পারচেজ এবং ইউজ করিনা। তাই নিশ্চিত করুন যে, আপনি শুধুমাত্র নেটফ্লিক্স অ্যাকাউন্টে নয়, বরং আপনার প্রোফাইলেই লগিন করেছেন। এবার আপনি স্ক্রিনেরর ওপরে ডান সাইড থেকে Your Account > Your Profile অপশনে ক্লিক করে প্রোফাইল সেটিংসে চলে যান। এবার এখানেই Subtitle Appearance নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে গিয়েই আপনি আপনার প্রোফাইলের সাবটাইটেল কাস্টোমাইজ করতে পারবেন।
কিবোর্ড শর্টকাটস জেনে রাখুন
যারা ডেস্কটপে নেটফ্লিক্স দেখতে অভ্যস্থ, তাদের অবশ্যই কিছু এসেনশিয়াল কিবোর্ড শর্টকাটস জেনে রাখা দরকার। কারণ, অনেকসময় ডেস্কটপে কোনো কন্টেন্ট প্লে করে চেয়ারে হেলান দিয়ে বসার পরে শুধুমাত্র কিবোর্ডটাই হাতের কাছে থাকে। বারবার উঠে মাউস দিয়ে ইউআই ন্যাভিগেট করা বেশ ঝামেলার কাজ হয়ে যায়। আমি নিজেই সবসময় ডেস্কটপেই নেটফ্লিক্স কন্টেন্ট দেখি। তাই সবসময়ই এই প্রবলেম ফেস করতে হয়। তাই এমন অবস্থায় কিবোর্ড শর্টকাটসগুলো কাজে আসতে পারে। যারা আমার মতো ডেস্কটপে নেটফ্লিক্স কন্টেন্ট দেখতে অভ্যস্থ, তারা নিচের কয়েকটি হ্যান্ডি কিবোর্ড শর্টকাট জেনে রাখতে পারেন-
– F এবং F11 প্রেস করলে ফুলস্ক্রিন মোড অন হবে আর Esc প্রেস করলে আবার ফুলস্ক্রিন মোড বন্ধ হবে।
– PgDn প্রেস করলে চলতে থাকা কন্টেন্ট পজ হবে এবং PgUp ক্লিক করলে প্লে হবে। আবার এটা আপনি নরমালি স্পেসবার প্রেস করেও করতে পারবেন।
– Shift + Right Arrow প্রেস করলে ১০ সেকেন্ড ফরওয়ার্ড হবে, আর Shift + Left Arrow প্রেস করলে ১০ সেকেন্ড রিওয়াইন্ড হবে। তবে এটা এখন Shift ছাড়া শুধুমাত্র Left এবং Right অ্যারো কি দিয়েও কাজ করে।
– M প্রেস করলে ভলিউম মিউট হবে। তবে তা অধিকাংশ সময় আপনার ডিভাইসের ওপরে ডিপেন্ড করে। তাছাড়া Up Arrow এবং Down Arrow প্রেস করে আপনি ৪ লেভেলে ভলিউমও কন্ট্রোল করতে পারবেন।
সাবটাইটেল কাস্টোমাইজেশন
আপনিও যদি আমার এবং অধিকাংশ নেটফ্লিক্স ইউজারের মত হয়ে থাকেন, তাহলে আপনি ইংলিশ জানলেও সাবটাইটেল ছাড়া কোন মুভি বা সিরিজ দেখে শান্তি পান না। সবগুলো কন্টেন্টেরই প্রোপার এবং পারফেক্টলি সিংকড সাবটাইটেল থাকে বলেই অনেক ইউজার শুধুমাত্র এই কারনেই টাকা দিয়ে নেটফ্লিক্স ব্যাবহার করেন। যাইহোক, অনেকেই হয়তো জানেন না যে, ডেস্কটপে নেটফ্লিক্স দেখলে আপনি চাইলে নেটফ্লিক্সের সাবটাইটেল নিজের মতো করে কাস্টোমাইজ করে নিতেও পারবেন।
সাবটাইটেল চেঞ্জ করার জন্য অবশ্যই আগে নেটফ্লিক্সে আপনার অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইলে লগিন করুন। আমরা কেউই নিজে সম্পুর্ণ অ্যাকাউন্ট পারচেজ এবং ইউজ করিনা। তাই নিশ্চিত করুন যে, আপনি শুধুমাত্র নেটফ্লিক্স অ্যাকাউন্টে নয়, বরং আপনার প্রোফাইলেই লগিন করেছেন। এবার আপনি স্ক্রিনেরর ওপরে ডান সাইড থেকে Your Account > Your Profile অপশনে ক্লিক করে প্রোফাইল সেটিংসে চলে যান। এবার এখানেই Subtitle Appearance নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে গিয়েই আপনি আপনার প্রোফাইলের সাবটাইটেল কাস্টোমাইজ করতে পারবেন।
Images: Shutterstock.com