
বর্তমান পরিস্থিতিতে বাসায় বসে পিসি গেমস গুলো খেলতে কে না পছন্দ করে! তবে ভালো একটা গেমিং পিসি সেটআপ দেওয়া বেশ কিছু এক্সপেন্সিভ ব্যাপার। তাই পৃথিবীর বড় বড় কিছু জায়েন্ট গেমিং ইন্ডাস্ট্রি যেমন মাইক্রোসফট, সনি, তাদের ইউজারদের জন্য পোর্টেবল গেমিং কনসোল রিলিজ করে যাতে গেমাররা যেখানে সেখানে নিজের ইচ্ছে মতো গেমিং এর কিছু এক্সপেরিয়েন্স নিতে পারে। শুনতে মজাদার মনে হলেও গেমিং কনসোল কিনতেও গেমারদের বেশ...