
আমরা অনেকেই হয়তো জানি না যে, পপুলার ওয়েব ব্রাউজারগুলো আগে ফ্রি ছিলো না। ২০-২৫ বছর আগে ওয়েব ব্রাউজার ব্যাবহার করার জন্য ব্রাউজারটি টাকা দিয়ে কিনে ব্যাবহার করতে হতো। ১৯৯৮ সালে সর্বপ্রথম NetScape ওয়েব ব্রাউজারটি ফ্রি-টু-ইউজ করে দেওয়া হয় এবং এরপর থেকেই মূলত সব ওয়েব ব্রাউজারই ফ্রিতেই ব্যাবহার করার সুযোগ দেওয়া হয়। আর বর্তমানে তো ফ্রি ছাড়া কোন ওয়েব ব্রাউজারের কথা কল্পনাই করা যায় না। কিন্তু ওয়েব ব্রাউজার...