
২০১৯ এর শুরুর দিক থেকেই আমরা এমন রিউমর শুনে আসছি যে, গুগল তাদের নিজেদের চিপসেট তৈরি করার পরিকল্পনা করছে, যেগুলো তারা তাদের ভবিষ্যতের পিক্সেল স্মার্টফোনগুলোতে ব্যাবহার করবে। যদিও এরপরের ৩ বছরে গুগলের নিজের তৈরি ফুল ফিচারড চিপসেটের কোন ওয়ার্কিং মডেল বা প্রোটোটাইপ ইউজাররা দেখতে পান নি, তবে গুগল এই তিন বছরে বেশ কিছু কাস্টম ডিজাইনড চিপ তৈরি করেছে। যেমন- পিক্সেল ভিজুয়াল কোর, টাইটান এম সিকিউরিটি চিপ...