
আপনার কি সেই সময়টার কথা মনে আছে, যখন আমরা নোকিয়ার ফিচার ফোনে স্নেক গেমসটি খেলে স্নেকটিকে কয়েক মিটার বড় করে ফেলার পরে লেজে কামড় খাইয়ে গেম ওভার করিয়ে দিতাম এবং রাগে ফোনটি ছুড়ে ফেলে দেওয়ার ইচ্ছা হত? কিংবা যেসময় আমাদের মুভি দেখার একমাত্র উপায় ছিলো ভিসিআর বা ডিভিডি প্লেয়ার? এসব জিনিস এখন আর খুঁজেও পাওয়া যাবে না। কারন মানুষ এবং মানুষের তৈরি প্রযুক্তি প্রতিনিয়ত এত র্যাপিডলি উন্নত হচ্ছে যে, প্রত্যেকটি...