এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ
পর্ব-২
আমার মনে হয়না যে আজকের এই আর্টিকেলটির বিশেষ কোনো ভূমিকা করার দরকার আছে। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সবাই উইন্ডোজ চালিত ডেক্সটপ বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। আর যেকোনো অপারেটিং সিস্টেমের প্রাণই হচ্ছে অ্যাপস বা সফটওয়্যার। উইন্ডোজের ক্ষেত্রেও একই ব্যাপার।
কিন্তু, উইন্ডোজে অ্যাপস বা সফটওয়্যার পাওয়ার ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, অ্যান্ড্রয়েড বা আইওএস এর মত উইন্ডোজ এর এত বড় কোনো ডেক্সটপ অ্যাপ বা Win32 সফটওয়্যার স্টোর নেই। আপনি বলতে পারেন যে উইন্ডোজ ১০ এ উইন্ডোজ স্টোর আছে এবং তা যথেষ্ট বড়। হ্যাঁ, আছে, কিন্তু সেটা শুধুমাত্র উইন্ডোজ ১০ এর জন্য স্পেশালি যেসব উইনিভারসাল অ্যাপ বা UWP অ্যাপ তৈরি করা হয়েছে সেগুলোর জন্য। সেখানে আপনি কোনো ট্রেডিশনাল Win32 ডেস্কটপ অ্যাপ পাবেন না। সহজভাবে বলতে হলে, সেখানে আপনি কোনো .EXE সফটওয়্যার পাবেন না বা কোন ট্রেডিশনাল ডেক্সটপ সফটওয়্যারের সেটআপ ফাইলও পাবেন না। কিন্তু এসব ফুল ফিচারড ট্রেডিশনাল ডেস্কটপ সফটওয়্যারগুলোই (যেমন : Google Chrome, Firefox, Utorrent, VLC Player ইত্যাদি) পিসি বা যেকোনো উইন্ডোজ চালিত ডিভাইসের জন্য সবথেকে বেশি দরকার।
তাই আজকে এমন ৫ টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেগুলোর সাহায্যে আপনি সহজেই হাজার হাজার বা লাখ লাখ ফ্রি Win32 সফটওয়্যার ব্রাউজ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। মূলত, এই ওয়েবসাইটগুলো হচ্ছে ট্রেডিশনাল ফুল ফিচারড Win32 সফটওয়্যারের স্টোর। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের বেস্ট ওয়েবসাইট সিরিজের দ্বিতীয় পর্ব।
Filehippo
এটি অনেক আগের একটি ওয়েবসাইট। এখন থেকে ৩-৪ বছর আগেও আমি এই ওয়েবসাইট থেকে উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করতাম। এই ওয়েবসাইটি এখনও ফ্রি উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করার জন্য ওয়ান অফ দ্যা বেস্ট। এই ওয়েবসাইটটির ইউজার ইন্টারফেস অনেক স্ট্রেইট ফরওয়ার্ড। সাইটটিতে ঢুকলেই আপনি দেখবেন সবথেকে পপুলার এবং সর্বশেষ আপডেট হওয়া সফটওয়্যার বা প্রোগ্রামগুলোর লিস্ট। তার পাশেই দেখবেন আপনার সুবিধার জন্য তাদের লাইব্রেরির সব অ্যাপগুলোর জন্য আলাদা আলাদা ক্যাটেগরি করা আছে। আপনি যে ধরনের প্রোগ্রাম খুজছেন, সেই ক্যাটেগরিতে ঢুকলেই আপনি সেই ধরনের অনেক অনেক প্রোগ্রাম পেয়ে যাবেন এবং আপনার কাছে যেটি ভালো মনে হয় সেটি ডাউনলোড করে নিতে পারবেন।
যেমন, আপনার যদি ভালো একটি ভিপিএন সফটওয়্যার দরকার হয়, তাহলে আপনি ভিপিএন ক্যাটেগরিতে ঢুকবেন। তাহলেই আপনি অনেক ধরনের ভিপিএন অ্যাপ পেয়ে যাবেন এবং সেগুলোর মধ্যে থেকে নিজের ইচ্ছামত সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া সাইটটির একেবারে ওপরেই পাবেন একটি সার্চ বার, যেটি ব্যাবহার করে আপনি আপনার প্রয়োজনীয় প্রোগ্রামটির নাম লিখে সার্চ করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সময় যদি আপনাকে কোনো ডাউনলোড ম্যানেজার অফার করা হয় তাহলে তা অ্যাভয়েড করে ডাইরেক্ট ডাউনলোড সিলেক্ট করবেন। আর হ্যাঁ, এখানে আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করার আগে সফটওয়্যারটির রিভিউও পড়ে নিতে পারবেন।
সাইটটি ভিজিট করুন : এখানে।
Softpedia
ফ্রি উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটিও বেশ জনপ্রিয়। এই সাইটটিও অনেকটা আগেরটার মতই। কিন্তু এই সাইটটির ইউজার ইন্টারফেস আগেরটির থেকে তুলনামুলকভাবে মডার্ন। এই সাইটে আপনি উইন্ডোজ ছাড়াও ম্যাক এবং লিনাক্সের জন্যও সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এছাড়াও উইন্ডোজ এর জন্য ড্রাইভারস এবং অনেক মিনি গেমসও ডাউনলোড করতে পারবেন। এছাড়া নতুন রিলিজ হওয়া সফটওয়্যার এবং কোনো জনপ্রিয় সফটওয়্যারে নতুন আপডেটের নিউজও এই সাইট থেকে জানতে পারবেন।
এই সাইট থেকে ডাউনলোড করার প্রোসেসটাও আগেরটার মতই সহজ। আপনি সাইটের ওপরে থাকা সার্চ বার ব্যবহার করে প্রয়োজনীয় সফটওয়্যারটি সার্চ করেও ডাউনলোড করতে পারবেন এবং চাইলে সাইটটির অ্যাপস সেকশনে সফটওয়্যারের লিস্ট ব্রাউজ করেও সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার আগে সফটওয়্যারটির একটি শর্ট রিভিউও পড়ে নিতে পারবেন।
সাইটটি ভিজিট করুন : এখানে।
Ninite
এই ওয়েবসাইটটির কনসেপ্টটি একটু আলাদা। এখানে আপনি সব ধরনের অ্যাপস পাবেন না। বরং, এখানে আপনি শুধুমাত্র যেসব অ্যাপস এবং প্রোগ্রাম খুব বেশি জনপ্রিয় সেগুলোই পাবেন, কিন্তু একটু অন্যভাবে। এই ওয়েবসাইটটি মুলত আপনার দরকারি কয়েকটি সফটওয়্যার নিয়ে একটি কাস্টম প্যাকেজ তৈরি করে, যে প্যাকেজটি ইন্সটল করলে ওই প্যাকেজে থাকা সব সফটওয়্যারগুলো একসাথে আপনার পিসিতে ইন্সটল হয়ে যাবে।
এই ওয়েবসাইটে গেলে আপনি আপনার প্রত্যেকদিন ব্যাবহার করা জনপ্রিয় অ্যাপগুলো যেমন- গুগল ক্রোম,ফায়ারফক্স, অপেরা, ইউটরেন্ট আইডিএম ইত্যাদি অনেক প্রোগ্রামের লিস্ট পাবেন। সেখান থেকে আপনি যেসব অ্যাপ ইন্সটল করতে চান সেগুলো টিক মার্ক করে ওই অ্যাপগুলোর কাস্টম প্যাকেজ তৈরি করুন। এখন প্রত্যেকটি অ্যাপ আলাদা আলাদা ভাবে ডাউনলোড এবং ইন্সটল না করে আপনাকে শুধুমাত্র ওই কাস্টম প্যাকেজটি ডাউনলোড এবং ইন্সটল করতে হবে। তাহলেই আপনি আপনার প্রতিদিনের দরকারি সব অ্যাপস একসাথে পেয়ে যাবেন। এই প্যাকেজটির সবথেকে বেশি দরকার হবে যখন আপনি উইন্ডোজ রিইন্সটল করবেন। উইন্ডোজ ইন্সটল করার পরে এই প্যাকেজটি ইন্সটল করলে আপনি একবারেই আপনার সব প্রয়োজনীয় অ্যাপস পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই প্যাকেজটির সাহায্যে আপনি আপনার ইন্সটল করা অনেকগুলো অ্যাপ আপডেটও করতে পারবেন।
সাইটটি ভিজিট করুন : এখানে।
Filepuma
এই সাইটটিও লিস্টের প্রথম দুটি সাইটের মত। কিন্তু এটি আরো বেশি সিম্পল এবং স্ট্রেইট ফরওয়ার্ড। এই সাইটটিতে ঢুকলে আপনি প্রথমেই দেখেবেন ৩-৪ টি আলাদা আলাদা সেকশনে সবথেকে জনপ্রিয় অ্যাপস এবং সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপস এবং সর্বশেষ আপডেট হওয়া অ্যাপস ইত্যাদি সবকিছু সুন্দরভাবে সাজানো আছে। তার নিচে স্ক্রল করলেই দেখবেন বিভিন্ন ক্যাটেগরির যেসব অ্যাপ ওই ক্যাটেগরিতে সবথেকে জনপ্রিয়, সেগুলো আলাদাভাবে সাজানো আছে। ক্যাটেগরির পাশে View More অপশনে ক্লিক করে ওই ক্যাটেগরিতে থাকা সব অ্যাপস এর লিস্ট দেখতে পাবেন। এছাড়া সাইটের ওপরে নিজের ইচ্ছামত অ্যাপস খুঁজে ডাউনলোড করার জন্য আলাদা সার্চ বার তো থাকছেই।
উইন্ডোজ ফ্রি সফটওয়্যার
আর এখানে অ্যাপ ডাউনলোড করাটাও বেশ সিম্পল। আপনাকে শুধুমাত্র অ্যাপের নামের ওপরে ক্লিক করে অ্যাপের ডিটেইলসে যেতে হবে এবং সেখানেই আপনি ডাইরেক্ট ডাউনলোডের অপশন পাবেন।
সাইটটি ভিজিট করুন : এখানে।
Filehorse
এটিও ওপরের ওয়েবসাইটটির মতই আরেকটি ওয়েবসাইট বলা যায়। সিম্পল, ক্লিন এবং স্ট্রেইট ফরওয়ার্ড। এই ওয়েবসাইটটিতেও আগেরগুলোর মতই পাছেন সবার ওপরে সার্চ বার, তার নিচে লেটেস্ট রিলিজ হওয়া এবং আপডেট হওয়া সফটওয়্যার, তার পাশে সবথেকে পপুলার এবং সবথেকে বেশি ডাউনলোড হওয়া সফটওয়্যারের লিস্ট। এবং তার নিচে বিভিন্ন ক্যাটেগরিতে ওই ক্যাটেগরির সবথেকে জনপ্রিয় অ্যাপসগুলোর লিস্ট। এই সাইটটির ইউজার ইন্টারফেস একটু ইম্প্রুভড এবং এখানে আপনি ম্যাকের জন্যও অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আর তেমন কিছু বলার নেই এই সাইটটি নিয়ে।
সাইটটি ভিজিট করুন : এখানে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, এই সবগুলো সাইটই যখন একই তাহলে ১ টির কথা না বলে ৫ টি কেন বলা হল? কারন, এই সাইটগুলোর মধ্যে কোনো কোনোটিতে আপনি যে অ্যাপটি খুজছেন সেটি নাও পেতে পারেন। তেমন হলে আপনি বেশি কিছু না ভেবে জাস্ট লিস্টের আরেকটি ওয়েবসাইটে অ্যাপটি খুঁজে দেখতে পারবেন এবং কোনো একটিতে অবশ্যই পেয়ে যাবেন।
তো, এগুলোই ছিল ৫টি বেস্ট উইন্ডোজ ফ্রী প্রোগ্রাম ডাউনলোডিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো আপনার যেকোনো সময়ই দরকার হতে পারে। আর, এই সাইটগুলো আপনাকে সফটওয়্যার খুঁজে খুঁজে সময় নষ্ট করার হাত থেকেও বাঁচাবে। তাই, পরবর্তীতে কখনো সফটওয়্যার ডাউনলোড করা নিয়ে সমস্যায় পড়লে অবশ্যই এই সাইটগুলো ভিজিট করবেন।
আজকের মত এখানেই শেষ করছি। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।
Images: Shutterstock.com