গেমিং এর জন্য ৫ টি বেস্ট লিনাক্স ডিস্ট্রো

আজ থেকে ৫-৭ বছর আগে লিনাক্সে গেম খেলার বা ভালো গেমিং পারফরমেন্স পাওয়ার কথা চিন্তাই করা যেত না। কিন্তু বর্তমানে অধিকাংশ লিনাক্স ডিস্ট্রো এতটাই পাওয়ারফুল এবং স্ট্যাবল যে, এখন লিনাক্সে প্রায় উইন্ডোজ এর সমান গেমিং পারফরমেন্স পাওয়া সম্ভব। এছাড়া বর্তমানে লিনাক্সে এক্সটার্নাল জিপিইউ সাপোর্টও খুবই ভালো। এছাড়াও আগে লিনাক্সে গেমিং পারফরমেন্সের থেকে গেম ইন্সটল করে কোনো সমস্যা ছাড়া গেম ভালোভাবে রান করে পারাটাই অনেকটা কঠিন কাজ ছিল। কিন্তু বর্তমানে লিনাক্সে গেম ইন্সটল করা এবং রান করা প্রায় উইন্ডোজ এর মতই সহজ ও ঝামেলাহীন। যাইহোক, আপনি যদি কোনো কারণে লিনাক্সে গেম খেলতে চান, তাহলে আপনার জন্যই আজকের পোস্টটি। আজকে আলোচনা করা হয়েছে গেমিং এর জন্য ৫ টি বেস্ট লিনাক্স ডিস্ট্রো নিয়ে


এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

Gamer OS

গেমিং ফোকাসড লিনাক্স ডিস্ট্রো বলেই এটির নামই দেওয়া হয়েছে গেমার ওএস। গেমার ওএস একটি আর্চ-লিনাক্স বেজড ডিস্ট্রো, যা মূলত স্টিম ওএস এর একটি অলটারনেটিভ হিসেবে ব্যাবহার করা যায়। যারা জানেন না, স্টিম ওএস হচ্ছে ডিজিটাল গেম ডিস্ট্রোিবিউশন প্ল্যাটফর্ম, স্টিম এর তৈরি একটি কাষ্টমাইজড লিনাক্স ওএস, যা টিভি এবং গেম কন্ট্রোলারের সাথে ব্যাবহার করার জন্য তৈরি করা হয়েছে।

স্টিম ওএস এর মতোই গেমার ওএস ডিস্ট্রো টি আপনার ডিভাইসকে একটি মিনি গেমিং কনসোল বানিয়ে দেবে। স্টিম ওএসে শুধুমাত্র স্টিম থেকে কেনা গেমসগুলোই খেলার সুযোগ ছিল। তবে গেমার ওএসে আপনি চাইলে স্টিম গেমসের পাশাপাশি Steam Buddy ব্যাবহার করে স্টিম স্টোরের বাইরের গেমসগুলোও খেলতে পারবেন। অন্যান্য গেমিং ফোকাসড লিনাক্স ডিস্ট্রোর মতো এটিতেও আপনি আউট-অফ-দ্যা বক্স প্রোপাইটরি এবং থার্ড পার্টি দুই ধরনের জিপিইউ ড্রাইভারের সাপোর্টই পাবেন।

Manjaro Linux

এটি গেমারদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি লিনাক্স ডিস্ট্রো। এই ডিস্ট্রোটি মুলত জনপ্রিয় এর ইউনিক ইউজার ইন্টারফেস, সহজ সেটাপ প্রোসেস, আইকন স্টাইল, কালার স্কিম ইত্যাদির জন্য। গেমার ওএসের মতো এটিও একটি আর্চ-লিনাক্স বেজড অপারেটিং সিস্টেম। এই লিনাক্স ডিস্ট্রোটি একইসাথে গেমারদের জন্য এবং বিগিনারদের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি। অর্থাৎ, আপনি যদি লিনাক্সে গেম খেলতে চান এবং আপনি আগে কখনোই লিনাক্স ব্যাবহার না করে থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট ডিস্ট্রো হতে চলেছে Manjaro।

এই ডিস্ট্রোটিতে স্টিম ক্লায়েন্ট প্রি-ইন্সটলড থাকে, যাতে করে ইউজারকে নতুন করে স্টিম ইন্সটল এবং সেটাপ করার ঝামেলার মধ্যে না যেতে হয়। এছাড়া এটিতে আগে থেকেই আউট-অফ-দ্যা-বক্স এএমডি এবং এনভিডিয়া জিপিইউ এর গেমিং ড্রাইভার ইন্সটল এবং প্রোপারলি সেটাপ করা থাকে, যেহেতু বিগিনারদের জন্য লিনাক্সে এসব ড্রাইভার ম্যানুয়ালি সেটাপ করা বেশ কঠিন হতে পারে। অন্যন্য গেমিং ফোকাসড লিনাক্স ডিস্ট্রোর মতো এটির কন্ট্রোলার সাপোর্টও খুবই ভালো এবং অধিকাংশ ক্ষেত্রে কোনো রকম কম্প্যানিয়ন সফটওয়্যার ছাড়াই আপনার এক্সিস্টিং গেম কন্ট্রোলার ব্যাবহার করতে পারবেন।

Ububtu Gamepack

লিনাক্স ব্যাবহার করে কিন্তু উবুন্টুর নাম শোনেনি এমন ডেস্কটপ ইউজার খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। বর্তমানে উবুন্টু সবথেকে জনপ্রিয় ডেবিয়ান বেজড লিনাক্স ডিস্ট্রো। উবুন্টুকে বিভিন্ন ধরনের কাজের জন্য কাস্টোমাইজ করে উবুন্টুর আবার বিভিন্ন স্পিন তৈরী করা হয়। উবুন্টুর কিছু অফিসিয়াল স্পিন যেমন- উবুন্টু মেট, এক্স উবুন্টু, উবুন্টু স্টুডিওর পাশাপাশি আরও কিছু আনঅফিসিয়াল ডিস্ট্রোও আছে। এই আনঅফিসিয়াল স্পিনগুলোর মধ্যেই একটি হচ্ছে উবুন্টু গেমপ্যাক। নাম শুনেই আর বুঝতে বাকি থাকেনা যে উবুন্টুর এই স্পিনটি তৈরী করা হয়েছে গেমারদের জন্য।

উবুন্টু গেমপ্যাকে আগে থেকেই স্টিম এবং লুট্রিস গেমিং প্লাটফর্ম প্রি-ইন্সটল এবং প্রোপারলি সেটাপ করা থাকে যাতে ইউজার যত দ্রুত সম্ভব কোনো সেটাপের ঝামেলায় না গিয়েই সরাসরি গেম উপভোগ করতে পারেন। এছাড়াও উবুন্টু গেমপ্যাকে PlayOnLinux এবং Wine প্রি-ইন্সটল করা থাকে যাতে ইউজার লিনাক্স অ্যাপস এবং লিনাক্সের জন্য অপটিমাইজ করা গেমগুলোর পাশাপাশি উইন্ডোজ অ্যাপস এবং উইন্ডোজের গেমও রান করতে পারেন। আপনি যদি উবুন্টু ফ্যান হয়ে থাকেন, তাহলে উবুন্টুর এই গেমিং ফোকাসড স্পিনটি ট্রাই করে দেখতে পারেন।

Garuda Linux

এই আর্চ-বেজড লিনাক্স ডিস্ট্রোটি মুলত জনপ্রিয় এর ইউনিক এবং সুন্দর ইউজার ইন্টারফেসের জন্য। খুব সম্ভবত আউট-অফ-দ্যা বক্স সবথেকে সুন্দর Gnome ইউজার ইন্টারফেস আপনি এই ডিস্ট্রোটিতেই পাবেন। তবে সুন্দর ইউজার ইন্টারফেসের পাশাপাশি গেমারদের জন্য এই ডিস্ট্রোতে এক্সট্রা অনেক ফিচারস আছে যেগুলো আপনি অন্যান্য অনেক ডিস্ট্রোতে আগে থেকে পাবেন না। যদিও লিনাক্স সবথেকে মডিউলার অপারেটিং সিস্টেম, অর্থাৎ আপনি সব ডিস্ট্রোতে সব ফিচারসই ম্যানুয়ালি পেতে পারেন। তবে কোনো ম্যানুয়াল সেটাপ এবং কাস্টোমাইজ না করেই আউট-অফ-দ্যা বক্স এমন ইউজার ইন্টারফেস এবং গেমিং ফিচারস আপনি অন্য কোনো লিনাক্স ডিস্ট্রোতে পাবেন না।

র‍্যাম অপটিমাইজেশন থেকে শুরু করে, গেমিং মোড, সিপিইউ অপটিমাইজেশন, গেমিং এর জন্য কাস্টম রানটাইম, প্রায় সবকিছুই আছে এই ডিস্ট্রোতে। এছাড়া এই ডিস্ট্রোটি একটি কাস্টম প্লাজলা ডেস্কটপ এনভার্নমেন্ট ইউজ করে যার প্রত্যেকটি এলিমেন্টে ব্যাবহার করা হয়েছে আরজিবি কালার শেডস, যা গেমিং ভাইব তৈরী করে। আর গেমিং ছাড়াও নরমাল ডে-টু-ডে ইউজের জন্য এই ডিস্ট্রোটি যথেষ্ট স্ট্যাবল এবং স্মুথ। গেমিং এর জন্য না হলেও আপনি যদি ভালো পারফরমেন্স এবং বেস্ট ইউজার ইন্টারফেস পেতে চান তাহলেও এই ডিস্ট্রোটির Gnome ভার্সন ব্যাবহার করতে পারেন।

Lakka Linux

OpenELEC বেজড এই লিনাক্স ডিস্ট্রোটি এই লিস্টের অন্যান্য ডিস্ট্রোর থেকে কিছুটা আলাদা। আপনি যদি আর্কেড এবং রিট্রো গেমসগুলোর ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বেস্ট লিনাক্স ডিস্ট্রো এটাই। এই লিনাক্স ডিস্ট্রোটি আপনার ডিভাইসকে একটি রিট্রো গেমিং কনসোলে কনভার্ট করে দেবে। ছোটবেলায় যে বিশাল বিশাল ম্যাশিনে কয়েক ঢুকিয়ে গেমস খেলেছেন, সেসব গেমসের মজা ফেরত পেতে চাইলে এটাই আপনার জন্য পারফেক্ট সল্যুশন হতে চলেছে।

Lakka Linux ডিস্ট্রোটি পিসি, র‍্যাশবেরি পাই এবং আরও কিছু হার্ডওয়্যার সাপোর্ট করে। এটির ইউজার ইন্টারফেসটিও আগেকার দিনের গেমিং কনসোলের মতো করে কাস্টোমাইজ করস হয়েছে রিট্রো গেমিং ভাইব আনার জন্য। আর আর্কেড আর রিট্রো গেমিং যেহেতু এটির মেইন ফোকাস, তাই এতে অবশ্যই আছে অটোমেটিক জয়স্টিক সেটাপ, যার ফলে পুরোনো জয়স্টিকগুলো এতে কানেক্ট করার জন্য কোনো কম্প্যানিয়ন প্রোগ্রামের ঝামেলায় পড়তে হবেনা ইউজারকে।

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories