ফায়ারফক্স ১৭টি লুকায়িত ফিচার | হয়ে উঠুন ব্রাউজিং বস

ফায়ারফক্স প্রেমীরা কোথায়? আজ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কিছু লুকায়িত ফিচার টিপস। যখন থেকে গুগল ক্রোম লুকায়িত ফিচার নিয়ে পোস্ট করেছিলাম তখন থেকেই আপনারা মোজিলা মোজিলা করে একের পর এক অনুরোধ পাঠিয়েই চলেছেন, শুধু কমেন্ট করেই নয় বরং বেশ কিছু মেইল করেও। তো চলুন জেনে নেওয়া যাক কিছু মজার টিপস। আর হয়ে উঠুন ব্রাউজিং বস!

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

মোজিলা ফায়ারফক্স

মনে আছে ক্রোম নিয়ে পোস্ট করার সময় প্রথমে কিছু সু-বাক্য ঝেড়েছিলাম ক্রোম নিয়ে। এখন ফায়ারফক্স নিয়ে না ঝাড়লে আপনারা ফ্যানরা মন খারাপ করতে পারেন 😛 । তো চলুন জানা যাক। মোজিলা ফায়ারফক্স কিন্তু ব্যাপক জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। এর সাধারন নাম শুধু ফায়ারফক্স। এটি একটি সম্পূর্ণ ফ্রী এবং ওপেন সোর্স ব্রাউজার যা মোজিলা কর্পোরেশন দ্বারা উন্নয়নকৃত। এটি প্রায় সকল প্রধান ডিভাইজ এবং অপারেটিং সিস্টেমের জন্য প্রাপ্ত। উইন্ডোজ, ওএস এক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ফায়ারফক্স ওএস সবার জন্যই রয়েছে এই অসাধারন ব্রাউজারটি। কিছু অসাধারন ফিচার যেমন ট্যাব ব্রাউজিং, স্পেল চেকিং, ইনক্রিমেন্টাল ফাইন্ড, লাইভ বুকমার্কিং, স্মার্ট বুকমার্ক, ডাউনলোড ম্যানেজার, প্রাইভেট ব্রাউজিং, জিও লোকেশন ইত্যাদির জন্য বিখ্যাত এই ব্রাউজার।

১। কী-ওয়ার্ড ব্যবহার করে আরো ভালো সার্চ করুন

আপনি যদি একই সাইট বারবার ভিসিট করেন এবং সেখানে সার্চ করেন তবে এই ফিচারটি আপনার সময় বাঁচাতে পারে। মনে করুন আপনাকে বারবার উইকিপেডিয়াতে যেতে হয় এবং কিছু সার্চ করতে হয়। আপনি চাইলে এখন থেকে উইকিপেডিয়াতে না গিয়েই সরাসরি ব্রাউজার অ্যাড্রেস বার থেকে সার্চ করে উইকিপেডিয়াতে রেজাল্ট পেতে পারেন।

প্রথমে সেই সাইটটিতে যান যার নিজস্ব সার্চবার রয়েছে। এবার সার্চবারের উপর ডান ক্লিক করুন। একটি পপআপ মেন্যু বেড় হয়ে আসলে সেখান থেকে “Add a Keyword for this Search.” অপশনটি নির্বাচন করুন। অপশনটিতে ক্লিক করার সাথে সাথে একটি ছোট পপআপ উইন্ডো ওপেন হবে যেখানে আপনি সার্চ নেম এবং সার্চ কী-ওয়ার্ড যুক্ত করতে পারবেন। মনে করুন আপনি উক্ত সাইটটির জন্য যুক্ত করলেন “Techubs”। এখন উইন্ডোটি সেভ করে নিন। এবার আপনার ব্রাউজার অ্যাড্রেসবারে গিয়ে লিখুন আপনার সেট করা কী-ওয়ার্ড যেমন “Techubs” তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার পছন্দের সার্চ কী-ওয়ার্ড এবার এন্টার প্রেস করুন। বুম… দেখুন উক্ত সাইটটিতে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে সেখানে আপনার পছন্দের কী-ওয়ার্ড দিয়ে সার্চ হয়ে যাবে।

২। ফায়ারফক্স এর লুকায়িত ইন্টারফেস আবিষ্কার করুন

বন্ধু আপনি জানেন কি আপনার ব্রাউজারে রয়েছে একটি লুকায়িত ইন্টারফেস? হ্যাঁ, এই ইন্টারফেস আপনাকে ব্রাউজারের অনেক অসাধারণ ফিচার আনলক করতে সাহায্য করবে। যেটা আপনি সাধারন মেন্যুতে কখনোই খুঁজে পাবেন না। কিন্তু ফায়ারফক্স এই মেন্যুতে যাওয়ার জন্য আপনাকে রেকোমেন্ড করে না।

এই মেন্যুতে প্রবেশের সাথেসাথে একটি পপ সতর্কবার্তা দেওয়া হয়। যেখানে লেখা থাকে আপনি আপনার নিশ্চয়তা অতিক্রম করতে চলেছেন। এবং আপনি শুধু তখনই এই মেন্যুতে প্রবেশ করতে পারবেন যখন নীল একটি বাটনে ক্লিক করবেন যেখানে লেখা থাকে “আমি ওয়াদা করছি আমি সতর্ক থাকবো”। লুকায়িত ইন্টারফেসে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন অনেক অপশন যার প্রত্যেকটি আলাদা আলাদা ফিচার আনলক করতে সাহায্য করবে। এই গোপন মেন্যুতে প্রবেশ করার জন্য আপনার ব্রাউজার অ্যাড্রেস বারে লিখুন “about:config” (খেয়াল করবেন কোন স্পেস যেন না থাকে)। Askvg.Com নামক একটি ওয়েবসাইট থেকে আপনি এই মেন্যুর অপশন গুলো সম্পর্কে আরো জানতে পারবেন। সুতরাং মজা নিতে থাকুন, কিন্তু একটু সাবধান।

৩। সহজেই ট্যাব গুলো অ্যাক্সেস করুন

 

আপনি কি আপনার ব্রাউজারে একসাথে অনেকগুলো ট্যাব খুলে কাজ করেন? তবে আপনি চাইলে সাধারন কী-বোর্ড শর্টকাট ব্যবহার করে একটি থেকে আরেকটি ট্যাব ট্যগোল করতে পারেন।

  • ডান দিকের ট্যাব গুলো অ্যাক্সেস করতে চাপুন Ctrl+Page Down (কোন কোন ল্যাপটপের জন্য Ctrl+Shift+Page Down)
  • বাম দিকের ট্যাব গুলো অ্যাক্সেস করতে চাপুন Ctrl+Page Up (কোন কোন ল্যাপটপের জন্য Ctrl+Shift+Page Up)
  • একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে লাফিয়ে যাওয়ার জন্য চাপুন Ctrl+ [1 থেকে 9]। আপনি ক্রমিক সংখ্যা গুলো চাপার মাধ্যমে একটি থেকে আরেকটি ট্যাবে লাফিয়ে পার হয়ে যেতে পারবেন।

কিন্তু আপনি যদি আরো উন্নত ট্যাব ট্যগোল করার কথা ভেবে থাকেন তবে আপনার জন্য নেক্সট স্টেপটি।

৪। ফায়ারফক্সে ট্যাব প্রিভিউ

হ্যাঁ বন্ধুরা এখন মাইক্রোসফট এজ ব্রাউজারের মতো ফায়ারফক্সেও দেখতে পাওয়া যাবে ওপেন থাকা ট্যাব গুলোর থাম্বনেইল প্রিভিউস। যদিও এই ফিচারটি আপনার প্রিয় ব্রাউজারে ডিফল্ট ভাবে সেট করা থাকে না। কিন্তু আপনি হিডেন ইন্টারফেসে প্রবেশের মাধ্যমে সহজেই এটি একটিভ করে নিতে পারেন।

ফায়ারফক্স এটি করার জন্য আপনাকে অনুমতি প্রদান করেনা। এতে সিস্টেম ব্রেক হয়ে যেতে পারে। আমি আমার সিস্টেমে উইন্ডোজ ১০ ব্যবহার করছি এবং ট্যাব প্রিভিউ এনাবল রেখেছি এতে আমার কোন সমস্যা হয়নি। আশা করছি আপনারও হবে না। কিন্তু তারপরেও নিজ দায়িত্বে চালু করায় ভালো।

ফিচারটি চালু করতে আপনার ব্রাউজার অ্যাড্রেস বারে গিয়ে লিখুন “about:config” এবং ইন্টার হিট করুন। এবার একটি সতর্কবার্তা ভেসে আসবে, নীল বাটন ক্লিক করে গোপন মেন্যুতে প্রবেশ করুন। গোপন মেন্যুর উপরের দিকে দেখুন একটি সার্চ বার রয়েছে। সেখানে গিয়ে টাইপ করুন “Ctrl”। দেখবেন “browser.ctrlTab.previews” নামক একটি অপশন দেখা যাচ্ছে। এটি ডিফল্ট ভাবে ডিসআবোল করা রয়েছে। ডাবল ক্লিক করার মাধ্যমে এটি এনাবল এবং ডিসআবোল করা সম্ভব। এনাবল করার পরে কী-বোর্ড থেকে প্রেস করুন Crtl+Tab কী তারপর চেপে ধরে থাকুন Ctrl কী। দেখবেন আপনার সকল ওপেন থাকা ট্যাব গুলোর একটি প্রিভিউ দেখা যাচ্ছে। এখন আপনি মাউস কারসার ব্যবহার করে যেকোনো ট্যাব সিলেক্ট করে ওপেন করতে পারেন। মজার ফিচার না?

৫। চেক করেনিন আপনার ব্রাউজারটি কতটা স্বাস্থ্যবান রয়েছে

Alt চেপে উপরের মেন্যুবার থেকে ফায়ারফক্স হেলথ রিপোর্টে যাবার নিয়ম
ফায়ারফক্স হেলথ রিপোর্ট

ফায়ারফক্স আপনার ব্যবহার এবং ব্রাউজার পারফর্মেন্স ডাটা গুলো সংরক্ষিত করে রাখে যাতে আপনাকে তুলনা মূলক টিপস প্রদান করতে পারে। এই ফিচারটি ডিফল্টভাবে অন করা থাকে। তবে আপনি যদি না চান তবে ফিচারটি অফ করে নিতে পারেন। অফ করার জন্য যেতে হবে Options > Advanced > Data Choice [ট্যাব]।

তবে আপনি এই ফিচার থেকে অনেক রিপোর্ট জানতে পারবেন। রিপোর্ট গুলো জানার জন্য কীবোর্ডে চাপুন Alt কী। দেখবেন উপরে একটি মেন্যু বার খুলে গেছে। এবার ঐ মেন্যু থেকে প্রবেশ করুন Help > Firefox Health Report। এখানে আপনি জানতে পারেন আপনার ব্রাউজার আপনি কতক্ষণ ব্যাবহার করেছেন, কতবার আপনার ব্রাউজার ক্রাস করেছে, ব্রাউজার ওপেন হতে কত সময় লেগেছে ইত্যাদি অনেক রিপোর্ট।

৬। কীভাবে মাস্টার পাসওয়ার্ড সেট করবেন?

মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করা মানে নিরাপত্তার আরেক ধাপ এগিয়ে যাওয়া। আপনার ফায়ারফক্স পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করা সকল পাসওয়ার্ড অ্যাক্সেস করার জন্য মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এটি অত্যন্ত ভালো একটি ফিচার যদি আপনি আপনার কম্পিউটার অন্য কারো সাথে শেয়ার করেন তখন। তখন সে চাইলেও আপনার পাসওয়ার্ড ম্যানেজার অ্যাক্সেস করতে পারবে না।

কীভাবে মাস্টার পাসওয়ার্ড চালু করবেন? এটি চালু করার জন্য প্রথমে যেতে হবে ডান দিকের তিন টান ওয়ালা মেন্যু অপশনে। তারপর Options > Security Tab > এবার এই বক্সটি চেক করুন “Use a master password.”। মার্ক করার সাথেসাথে একটি পপআপ উইন্ডো ওপেন হবে যেখানে আপনার পছন্দের মাস্টার পাসওয়ার্ডটি দুইবার প্রবেশ করানোর প্রয়োজন পড়বে। ব্যাস এভাবেই সেট করতে পারবেন মাস্টার পাসওয়ার্ড।

যদি ভুল ক্রমে আপনি মাস্টার পাসওয়ার্ডটি ভুলে যান তবে এক অভিনব পদ্ধতিতে আপনি তা রিসেট করতে পারবেন। মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ব্রাউজার অ্যাড্রেস বার থেকে প্রবেশ করুন এই লিঙ্কে “chrome://pippki/content/resetpassword.xul”। এই লিঙ্কে প্রবেশ করার পরে পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দেওয়া হবে আপনাকে। মনে রাখবেন মাস্টার পাসওয়ার্ড রিসেট করলে আপনার ব্রাউজারে সেভ থাকা সকল ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল অ্যাড্রেস মুছে যাবে।

৭। কিছু কীবোর্ড শর্টকাট সম্পর্কে জানুন

বয়স্কদের মতো আপনিও কি শুধু মাউস পয়েন্টার দিয়ে সকল কাজ করেন? তবে এই মুহূর্তে আপনার কিছু কীবোর্ড শর্টকাট শিখে নেওয়া প্রয়োজনীয়। মোজিলা ফায়ারফক্স কন্ট্রোল করার জন্য বহুত কীবোর্ড শর্টকাট রয়েছে কিন্তু নিচে আমি কিছু ভালো শর্টকাট প্রদান করলাম যা ব্যবহার করে আপনি আরো দ্রুত ব্রাউজ করতে সক্ষম হবেন।

  • সামনে/পেছনেঃ Alt + বাম/ডান তীর চিহ্ন
  • পেজ রিলোড করাঃ F5 অথবা Ctrl + R
  • হার্ড পেজ রিলোড করাঃ Ctrl + F5 অথবা Ctrl + Shift + R
  • জুম ইন/আউটঃ Ctrl + [যোগ চিহ্ন/বিয়োগ চিহ্ন] জুম রিসেট করতেঃ Ctrl + 0
  • নতুন ট্যাব খোলাঃ Ctrl + N (নতুন প্রাইভেট উইন্ডো খোলার জন্য Ctrl + Shift + P)
  • ভুল করে ক্লোজ করা ট্যাব/উইন্ডো ওপেনঃ Ctrl + Shift + T/N

৮। নিজের ইচ্ছা মতো শর্টকাট ডিজাইন করুন

আপনি যদি ফায়ারফক্সের ডিফল্ট সর্টকার্ট মনে না রাখতে চান তবে আপনি চাইলে আপনার ব্রাউজারের শর্টকাট আপনি নিজেই ডিজাইন করে নিতে পারেন। Keybinder নামক একটি এক্সটেন্সান রয়েছে। যেটা ইন্সটল করার পরে আপনি এর অপশন থেকে আপনার ব্রাউজারের শর্টকাট গুলো কাস্টম করার অপশন পেয়ে যাবেন। নিজের ইচ্ছা মতো শর্টকাট সেট করুন আর ব্রাউজিং করুন একদম বসের মতো।

৯। আপনার কন্ট্রোল প্যানেল কাস্টম করে নিন

আপনি চাইলে আপনার সম্পূর্ণ কন্ট্রোল প্যানেলটি কাস্টম করে নিতে পারেন। কোন নতুন টুল যোগ করতে এবং বাদ দিতে পারবেন। এটি করার জন্য প্রথমে আপনার তিন টান ওয়ালা মেন্যুবারে ক্লিক করুন। এবার নিচের দিকে Customize অপশনটিতে ক্লিক করুন। এখন আপনি চাইলে যেকোনো টুল ড্রাগ এবং ড্রপ করে এড করতে পারবেন অথবা কোন টুলকে কন্ট্রোল প্যানেল থেকে সরিয়ে বামের বাক্সে রেখে টিতে পারবেন। তবে চিন্তার কোন কারন নেই, কেনোনা আপনি সর্বদা রিস্টোর ডিফল্ট বাটনে ক্লিক করে আগের অবস্থানে সবকিছুকে ফিরিয়ে আনতে পারবেন।

১০। জুম নিয়ে কিছু নতুন টিপস

আপনি কীবোর্ড শর্টকাট ব্যবহার করে যেকোনো ওয়েবপেজ জুম ইন/আউট করতে পারবেন। জুম ইন/আউট করার জন্য Ctrl + [যোগ চিহ্ন/বিয়োগ চিহ্ন] জুম রিসেট করতেঃ Ctrl + 0। তাছাড়া Ctrl কী চেপে থেকে মাউসের মধ্যের চাকা সামনে পেছনে মুভ করেও আপনি জুম ইন/আউট করতে পারবেন।

এখানে আরেকটি নতুন ফিচার রয়েছে যা আপনি হয়তো জানেন না। আপনি চাইলে ওয়েবপেজের ইমেজ সাইজ ঠিক রেখে শুধু টেক্সট জুম ইন/আউট করতে পারেন। একটি করার জন্য প্রথমে Alt কী চাপুন, তাহলে উপরে একটি নতুন মেন্যুবার ওপেন হবে। ঐ মেন্যুবার থেকে প্রবেশ করুন View > Zoom > Zoom Text Only। ব্যাস এবার শুধু টেক্সট জুম ইন/আউট হবে কিন্তু ইমেজ নয়। আপনি সবসময়ই Ctrl + 0 প্রেস করে জুম রিসেট করে নিতে পারেন।

১১। মিডিয়া শর্টকাট সম্পর্কে জানুন

আপনার ফায়ারফক্স কিন্তু সত্যিই বস। শুধু ব্রাউজারের উপর নয় মিডিয়া প্লেব্যাকের উপরও রয়েছে এর কীবোর্ড শর্টকাট। কী শর্টকাট ব্যবহার করে কোন মিডিয়াকে প্লে, পজ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ভলিউম আপ, ভলিউম ডাউন ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি কোন মিডিয়াকে কন্ট্রোল করতে চান তবে প্রথমে সরাসরি সেটির উপর ক্লিক করুন সিলেক্ট করার জন্য। তারপর কিছু কম্যান্ড ব্যবহার করতে হবে মিডিয়াটি কন্ট্রোল করার জন্য। সবসাইটের মিডিয়া যে এতে কন্ট্রোল করা সম্ভব হবে তা নিশ্চয়তা দিতে পারলাম না কিন্তু ইউটিউব সর্বদা কাজ করে। আমি যতোদূর জানি এটি এইচটিএমএল৫ প্রযুক্তির সাইট গুলোর উপর কাজ করে। তো চলুন দেখে নেওয়া যাক শর্টকাট গুলো।

  • প্লে/পজঃ Spacebar
  • ইনক্রিজ/ডিক্রিজ ভলিউমঃ Up/Down Arrow
  • সেক ব্যাক/ফরওয়ার্ডঃ Left/Right Arrow
  • বিগিনিংঃ Home
  • এন্ডঃ End

১২। স্বয়ংক্রিয় অ্যাড্রেস সম্পূর্ণ

এই ফিচারটি শুধু ক্ল্যাসিক ডোমেইন গুলোর জন্য প্রযোজ্য। যেমন .Com, .Org, .Net। নতুন ডোমেইন এক্সটেন্সান গুলোর জন্য এটি উপকারী ফিচার নয়। যাই হোক, ফায়ারফক্স আপনাকে দিতে পারে স্বয়ংক্রিয় ডোমেইন সম্পূর্ণ করার সুবিধা। আপনাকে কোন সাইটের নামের আগে www বা নামের পরে .Com বসাতে হবে না। ফায়ারফক্স কাজটি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করবে।

মনে করুন আপনি ভিসিট করতে চান গুগল। তবে অ্যাড্রেস বারে গিয়ে শুধু টাইপ করুন Google এবার কীবোর্ড থেকে চাপুন Ctrl + Enter। ব্যাস স্বয়ংক্রিয়ভাবে www.Google.Com হয়ে যাবে [এটি সকল ডট কম সাইটের জন্য প্রযোজ্য]। আবার আপনি যদি কোন ডট নেট সাইট ভিসিট করতে চান যেমন Techubs, তবে অ্যাড্রেস বারে গিয়ে শুধু টাইপ করুন Techubs এবং কীবোর্ড থেকে চাপুন Shift + Enter …বুম। স্বয়ংক্রিয়ভাবে www.Techubs.Net হয়ে যাবে [এটি সকল ডট নেট সাইটের জন্য প্রযোজ্য]। আবার আপনি যদি কোন ডট ওআরজি সাইট ভিসিট করতে চান তবে প্রথমে ডোমেইন নামটি লিখুন যেমন Wikipedia এবার কীবোর্ড থেকে চাপুন Ctrl + Shift + Enter। আর এবারো হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে www.wikipedia.org । সত্যিই ফিচারটি একে তো আপনার সময় বাঁচাবে আর দ্বিতীয়ত আপনাকে চটপটে হয়ে উঠতেও অনেক সাহায্য করবে।

১৩। আপনার পর্ণ সার্চ গুলো লুকিয়ে ফেলুন 😛

এটি সত্যিই একটি লজ্জা জনক ব্যাপার হয়ে যেতে পারে যদি কেউ আপনার অ্যাড্রেস বারে ইউটিউব লেখার সময় ইউপর্ণ ভিসিট সাজেশান আসে 😛 তাই ধরা পড়ার আগে আপনার গোপন সার্চ রেজাল্ট গুলো ডিলিট করে নিন। তবে এসকল কাজের জন্য সবচাইতে বেস্ট উপায় হলো ফায়ারফক্স প্রাইভেট মুড ব্যবহার করা। যেখানে ফায়ারফক্স আপনার ব্রাউজার হিস্টরি, কুকিজ, ক্যাশ ইত্যাদি কিছুই সেভ করে রাখবে না। এতে আপনার গোপনীয়তা থাকবে অটুট।

তারপরেও চাইলে আপনি সম্প্রতি যেকোনো সার্চ ডিলিট করতে পারেন। যে সার্চটি ডিলিট করতে চান ব্যাস কীবোর্ডের অ্যারো কী ব্যবহার করে তা হাইলাইট করুন এবং এবার ডিলিট কী হিট করুন। ব্যাস আপনার কাজ শেষ।

১৪। মাউস ছাড়ায় পেজ স্ক্রোল করুন

মাউস ব্যবহার করে কম্পিউটিংকে হ্যান্ডি বানানো যায় কিন্তু এক্সপার্টদের জন্য কখনোয় মাউস নয়, বিশেষ করে পেজ স্ক্রোল করার জন্য তো অবশ্যয় নয়। আপনি যেকোনো পেজ স্ক্রোল ডাউন করতে পারবেন জাস্ট স্পেস বার চেপে আর যেকোনো পেজ স্ক্রোল আপ করতে চাপতে হবে Shift + Spacebar।

১৫। কিছু ফান টিপস

অ্যাড্রেস বারে about:Mozilla টাইপ করার পরে
অ্যাড্রেস বারে about:robots টাইপ করার পরে
মেন্যু থেকে সকল টুল সরিয়ে নেবার পরে

যারা ফায়ারফক্স তৈরি করেছিলো তারা অন্যান্য ডেভেলপারদের মতোই এতে কিছু ফান এড করে রেখে গেছে। এই হলো তার মধ্যে তিনটি মজার ব্যাপার।

অ্যাড্রেস বারে টাইপ করুন about:Mozilla আর দেখবেন একটি উক্তি লেখা আছে যা দ্যা বুক অফ মোজিলা থেকে লেখা (হা হা 😀 😀 ভেরি ফানি) [অবশ্যই কোলনের পরে কোন স্পেস হবে না]।

অ্যাড্রেস বারে টাইপ করুন about:robots এবং আপনি পেয়ে যাবেন রোবট কমুনিটি থেকে ভালবাসার একটি বার্তা। সেখানে ট্রাই অ্যাগেইন ক্লিক করুন দেখবেন এবার লেখা আসবে “আর ট্রাই অ্যাগেইন ক্লিক করবেন না”। কিন্তু সেখানেও ক্লিক করুন… ভয় পাবেন না কিছুই হবে না। জাস্ট ট্রাই অ্যাগেইন বাটনটি হারিয়ে যাবে।

ওকে এবার আরেকটি মজার ট্রিক্স শিখুন। প্রথমে তিন টান ওয়ালা মেন্যু থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করুন। এবার নিচের দিকের “Customize” বাটন ক্লিক করুন। এবার কন্ট্রোল প্যানেলে যতো গুলো টুলস ছিল সব ড্রাগ করে বামপাশের বক্সে ড্রপ করে দিন। আমি বলেছি সব টুলস, ওকে? এবার ক্লিক করুন “Exit Customize”। হা হা এবার তিন টান ওয়ালা মেন্যুটা ওপেন করে দেখুন তো কি দেখা যায়? দেখবেন এক ম্যাজিক্যাল ব্রাউজিং বন্ধু আপনার মেন্যুতে ঘুরে বেড়াচ্ছে। আপনি তার উপর দিয়ে মাউস নিয়ে গেলে ঐটা রঙ পরিবর্তন করবে এবং ক্লিক করলে ফ্লিপ করবে।

যাই হোক, কন্ট্রোল প্যানেল আবার কীভাবে আগের মতো ফিরিয়ে আনবেন? খুবই সোজা ব্যাস “Customize” বাটন ক্লিক করুন এবং এবার “Restore Defaults” বাটনে ক্লিক করুন। ব্যাস সবকিছু আগের মতোই ওকে হয়ে যাবে 🙂

১৬। ফায়ারফক্স দিয়ে যেকোনো ওয়েব লিঙ্ক শেয়ার করুন

আপনি যদি ফায়ারফক্স লেটেস্ট ব্রাউজার ব্যবহার করেন তবে অবশ্যই খেয়াল করেছেন যে টুলস বারে একটি নতুন কাগজের প্লেন আইকন রয়েছে। এটি হলো ফায়ারফক্স শেয়ার বাটন। এটি যেকোনো ওয়েব লিঙ্ককে স্যোসিয়াল অ্যাকাউন্ট গুলোতে শেয়ার করার ক্ষমতা প্রদান করে। পেপার প্লেন আইকনটিতে ক্লিক করলেই স্যোসিয়াল অ্যাকাউন্ট এড করার জন্য একটি ওয়েবপেজ ওপেন হবে, সেখান থেকে সহজেই এক ক্লিকে যেকোনো স্যোসিয়াল এড করতে পারবেন।

আপনি চাইলে যেকোনো অ্যাকাউন্ট মুছে ফেলতেও পারেন। কোন অ্যাকাউন্ট মুছার জন্য প্রবেশ করুন ফায়ারফক্স এড-অন ম্যানেজার > Services। এখান থেকে সহজেই ডিলিট করতে পারবেন।

১৭। ফায়ারফক্স হ্যালো ব্যবহার করে চ্যাট করুন

ফায়ারফক্স তাদের নতুন এক চ্যাট ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেয় যা ভিডিও চ্যাটও সমর্থন করে। এটি অনেকটা স্কাইপের মতো কাজ করে। এটি অ্যাক্সেস করার জন্য ব্রাউজারের টুলস বার থেকে হাঁসি ওয়ালা চ্যাট আইকনে ক্লিক করুন। আপনাকে কোন সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন নেই। শুধু আপনার চ্যাট পার্টনারের কাছে একটি মডার্ন ব্রাউজার থাকলেই হবে। তাকে ইনভাইট লিঙ্কটি সেন্ড করে দিন আর আরামে টেক্সট চ্যাট করুন, ভয়েজ চ্যাট করুন, ভিডিও চ্যাট করুন।

তাছাড়া এই ফিচারের মাধ্যমে আপনি আপনার বর্তমান ওপেন থাকা সাইটটি চ্যাট পার্টনারের সাথে শেয়ার করতে পারবেন।

বিদ্রঃ এটি বর্তমানে বেটা ভার্সনে রয়েছে তাই মাঝেমাঝে ভিডিও এবং অডিও একটু সমস্যা করে। তারপরেও বলতে গেলে এটি একটি কুল ফিচার।

শেষ কথা

তো কি বন্ধুরা, ব্রাউজিং বস হতে পারলেন? আশা করছি এতোক্ষণে আর বাকী নেই। ফায়ারফক্স সত্যিই এক কুল ওয়েব ব্রাউজার। আর আজকের পর আনলক হয়ে গেলো আরো ফিচার, তো খুব মজা করুন আপনার প্রিয় ব্রাউজারটি নিয়ে। আপনার যেকোনো প্রশ্নে অবশ্যয় কমেন্ট করুন এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ 🙂

Images: Shutterstock.com

About the author

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি!

সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Add comment

Categories