বেস্ট ওয়েবসাইট সিরিজ : ৫ টি প্রয়োজনীয় ও মজার ওয়েবসাইট [পর্ব-৮]

যদিও ইন্টারনেট আর ওয়েব আলাদা জিনিস—তারপরেও ইন্টারনেটে আমরা বেশিরভাগ সময় ওয়েবেই কাটিয়ে থাকি। নানান কাজের জন্য রয়েছে নানান ওয়েবসাইট গুলো। দুনিয়ার এমন কিছু কিছু ওয়েব সাইট রয়েছে যেগুলো আপনি হয়তো কখনো কল্পনা পর্যন্ত করেন নি। যাই হোক, আজকের আর্টিকেলে এমন কিছু বেস্ট ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেগুলো আজব তো নয়, কিন্তু অনেক কাজের, প্রায় প্রতিনিয়ত বিভিন্ন কাজে আমি এই সাইট গুলোকে ব্যবহার করে থাকি।

আজকে কয়েকটি ভালো ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো যেগুলো আপনার কাজে আসতে পারে। এই  লিস্টের মধ্যে খুবই দরকারি ওয়েবসাইট থেকে শুরু করে শুধুমাত্র মজার জন্য তৈরী ওয়েবসাইট পর্যন্তও আছে. হতে পারে আপনাদের মধ্যে অনেকেই এই ওয়েবসাইটগুলোর ব্যাপারে আগে থেকেই জানেন এবং আগে থেকে ব্যাবহারও করে আসছেন। নিচে বলা ওয়েবসাইট গুলোর নাম যদি আপনি আগে থেকেই জেনে থাকেন বা আগেই ব্যাবহার করা থাকেন, তাহলে আপনি লেখাটি এড়িয়ে যেতে পারেন। আর যদি না জেনে থাকেন, তাহলে শেষ পর্যন্ত পড়ুন। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি অন্তত ভালো কয়েকটি ওয়েবসাইটের নাম জানতে পারবেন যেগুলো আপনার ভবিষ্যতে দরকার হতে পারে।

আমাদের বেস্ট ওয়েবসাইট সিরিজের পূর্ববর্তী আর্টিকেলগুলো নিচে দেওয়া লিংক থেকে পড়তে পারেন যদি আপনি এখনো না পড়ে থাকেন-

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

PrivNote

এটি একটি ডেড সিম্পল নোট ক্রিয়েটর অ্যাপ। এই ওয়েবসাইটে আপনি নিজের ইচ্ছামতো প্রাইভেট নোট ক্রিয়েট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। এই ওয়েবসাইটটি মুলত এমন সব নোট ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারেন, যেখানে খুব গোপনীয় কোন ইনফরমেশন রয়েছে। হতে পারে আপনাকে কাউকে ইমেইলের মাধ্যমে এমন কোন মেসেজ পাঠাতে হবে যা খুবই সিক্রেট। হতে পারে আপনার অ্যাড্রেস বা ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন কিংবা আপনার ক্রেডিট কার্ড নাম্বার অথবা জাস্ট এমন কোন মেসেজ যা আপনি চান যে রিসিভার একবার দেখার পরে মেসেজটি আর অন্য কেউ দেখতে না পাক।

সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই ওয়েবসাইটে এসে আপনার মেসেজটি ইন্টার করতে হবে। নোটটি ক্রিয়েট করার পরে আপনি একটি শেয়ারেবল লিংক পাবেন, যে লিংকে ঢুকে আপনার কাঙ্ক্ষিত রিসিভার আপনার নোটটি দেখতে পাবে। এরপর এই লিংকটি আপনি ইমেইল বা টেক্সট মেসেজ বা যেকোনো উপায় রিসিভারের কাছে পৌঁছে দিতে পারেন। রিসিভার এই লিংকে ঢুকে নোটটি একবার দেখে ফেলার পরে নোটটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং দ্বিতীয়বার কেউ আর ওই লিংকে নোটটি খুঁজে পাবে না। এছাড়া রিসিভার একবার পড়ার সাথে সাথে ডিলিট করতে না চাইলে আপনি নিজের ইচ্ছামতো টাইমারও সেট করে দিতে পারবেন।

PXLR

এটি বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট/ওয়েব অ্যাপ। অনেকেই হয়তো এই ওয়েবসাইটটি চেনেন এবং ব্যাবহারও করেন। এটি একটি পাওয়ারফুল অনলাইন ইমেজ এডিটর। কয়েক মাস আগে এই সিরিজের আগের পর্বে Photopea নামের একটি ফ্রি অনলাইন ফটোশপ অলটারনেটিভ এর ব্যাপারে আলোচনা করেছিলাম। এটিও অনেকটা Photopea এর মতোই একটি ফুল ফিচারড অনলাইন ফটো এডিটর। তবে Photopea এর থেকে এখানে কিছু ফিচারস এবং কিছু টুলস কম রয়েছে। তবে সাধারনত যেসব টুলস আমাদের সচরাচর দরকার হয়, তার সবগুলোই পাবেন এখানে।

আপনি প্রশ্ন করতে পারেন যে, Photopea থাকতে এই নতুন ওয়েব অ্যাপটির আবার কি দরকার? এর কারণ হচ্ছে, Photopea আরেকটু বেশি পাওয়ারফুল এবং আরেকটু বেশি ভারী হওয়ায় অনেকসময় দেখা যায় যে লো এন্ড হার্ডওয়্যারের ডিভাইসে ভাল পারফর্ম করেনা। কিন্তু আমি যতদুর দেখেছি, PXLR অ্যাপটি লো এন্ড হার্ডওয়্যারেও বেশ ভালোই পারফর্ম করে। ইউজার ইন্টারফেস নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ, PXLR এর ইউজার ইন্টারফেসও একেবারেই Photopea এর মতোই। এর দুটি ভার্সন রয়েছে। বেসিক ফটো এডিটিং নিডস এর জন্য Pxlr X এবং কিছু অ্যাডভান্সড টুলসের দরকার হলে Pxlr E। এই দুটি ভার্সনই সম্পূর্ণ ফ্রি।

NameChk

পৃথিবীর অধিকাংশ মানুষ বর্তমানে ইন্টারনেট কানেক্টেড থাকায় ইন্টারনেটে নিজের ইচ্ছামতো ডোমেইন নেম এবং ইউজারনেম ফাঁকা পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মোস্ট অফ দ্যা টাইম, আপনি যে নামের ডোমেইন কিনতে চাইছেন, সেই ডোমেইনটির টপ লেভেল এক্সটেনশনগুলো আপনি ফাঁকা পাবেন না। এছাড়া অধিকাংশ সময় আপনার নাম খুব কমন হলে আপনি ইউজারনেমও ফাঁকা পাবেন না সোশ্যাল মিডিয়াগুলোতে।

এই ওয়েবসাইটটি ব্যাবহার করে চেক করতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডের জন্য ঠিক কোন কোন টপ লেভেল ডোমেইন ফাঁকা আছে এবং কোন কোন সোশ্যাল মিডিয়াতে এখনো আপনার চয়েজ করা ওয়ার্ডটি ইউজারনেম হিসেবে ফাঁকা কাছে। আপনাকে জাস্ট ওয়েবসাইটে থাকা সার্চ বক্সে টাইপ করতে হবে আপনার পছন্দের ওয়ার্ডটি। এরপরেই সার্চ রেজাল্টে আপনাকে দেখানো হবে এই ইনফরমেশনগুলো। আপনি এখানে নিজের ডাকনাম ইন্টার করলে এই দেখে অবাক হবেন যে ইতমধ্যেই ইন্টারনেটে আপনার নামের ডোমেইন এবং আপনার নামের সেইম ইউজারনেম কতগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাবহার করা হচ্ছে!

CleanPNG

এটি Pixabay এবং Pexels এর মতোই আরেকটি রয়্যালটি-ফ্রি ইমেজ লাইব্রেরি। এখান থেকেও আপনি আপনার ইচ্ছামতো যেকোনো ইমেজ সার্চ করে ডাউনলোড করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট বা আপনার যেকোনো প্রজেক্টে ফ্রি ইউজ করতে পারবেন। তবে এই অন্যান্য স্টক ইমেজ লাইব্রেরির সাথে এই ওয়েবসাইটটির পার্থক্য হচ্ছে এখানে আপনি শুধু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিএনজি ইমেজ পাবেন।

ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইমেজ কি কাজে দরকার হয় তা তো নিশ্চই নতুন করে বলার কিছু নেই। প্রত্যেক ক্যাটাগরিতেই আপনি হাজার হাজার ফ্রি পিএনজি ইমেজ পাবেন যেগুলো ফ্রি-তেই আপনি আপনার যেকোনো ওয়েবসাইটে ব্যাবহার করতে পারবেন। যদি আপনার প্রায়ই পিএনজি ইমেজের দরকার পড়ে, তাহলে এই ওয়েবসাইটটি অবশ্যই বুকমার্ক করে রাখবেন।

Alternatives To

আমরা অনেকেই ইন্টারনেটে অনেক সময় ব্যায় করি আমাদের দরকারি কোন সফটওয়্যার কিংবা কোন ওয়েব অ্যাপের অলটারনেটিভ কোন একটি অ্যাপ খুঁজতে। হয়তো দেখা যায় যে আমরা যে অ্যাপটি চাচ্ছি, সেটি পেইড অ্যাপ এবং আমরা গরীব তাই আমরা পেমেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা গুগলে বেশ কিছু সময় সার্চ করে দেখি যে ওই সফটওয়্যার বা অ্যাপটির কোন ফ্রি অলটারনেটিভ অ্যাপ আছে কিনা। মুলত এই কাজটিকে সহজ করার জন্য এই ওয়েবসাইট।

এটি বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট এবং আমরা অনেকেই হয়তো এই ওয়েবসাইটটি অলরেডি চিনি। যেমনটা বললাম, এখানে আপনাকে জাস্ট একটি অ্যাপ বা ওয়েবসাইট বা কোন ওয়েব সার্ভিসের নাম ইন্টার করতে হবে এবং এরপরে এখানে আপনাকে আপনার সার্চ কুয়েরির সাথে রিলেটেড অন্যান্য অনেক অলটারনেটিভ সফটওয়্যার বা সার্ভিসগুলো দেখানো হবে এবং সেগুলোর লিংকও দেওয়া হবে। শুধু তাই নয়, রেজাল্টের প্রত্যেকটি প্রোডাক্টের প্রস এবং কনসগুলোও আলাদা করে দেখানো হবে। তাই কখনো কোনকিছুর অলটারনেটিভ খোঁজার দরকার হলে সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন।

Images: Shutterstock.com

 

About the author

সিয়াম

Add comment

Categories