গুগল সার্চে Im feeling lucky বাটনটির কাজ কি?

গুগল সার্চ ব্যাবহার করেনা এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমরা সবাই প্রতিদিনই যেকোনো কিছু সার্চ করার দরকার হলেই গুগল সার্চ ব্যাবহার করি। অধিকাংশ ইন্টারনেট ইউজারই গুগলের সার্চ বক্সে তাদের সার্চ কুয়েরিটি লিখে সরাসরি কিবোর্ডে ইন্টার প্রেস করে সার্চ রেজাল্টে চলে যান। অনেকসময় আমরা খেয়ালও করিনা যে সার্চ করার জন্য গুগলের ওয়েবপেজেই আলাদা একটি সার্চ বাটন আছে।

আর সার্চ বাটনের পাশে থাকা I’m feeling lucky নামের যে আরেকটি বাটন আছে সেটা হয়তো আমরা অনেকে ভুলেই গিয়েছি। এখন এই পোস্টটি পড়া শুরু করার পরে হয়তো আপনার মনে পড়েছে যে গুগলের সার্চ বক্সের নিচে এই নামের আরেকটি বাটন থাকে। কিন্তু আপনি কি কখনো চেষ্টা করেছেন এই বাটনটি প্রেস করলে কি হয় সেটা দেখার? হয়তো করেছেন, বা হয়তো কখনোই করেন নি। যাইহোক, যদি না করে থাকেন, তাহলে আজকে জেনে নিন!

বাটনটির নাম খুব ফ্যান্সি হলেও এই বাটনটির কাজ কিন্তু খুব বেশি জটিল কিছুই না। আমরা যখন সার্চ বক্সে আমাদের কিওয়ার্ড লিখে সরাসরি সার্চ করি, তখন গুগল আমাদেরকে আমাদের কিওয়ার্ডের সাথে সম্পর্কিত বেশ কিছু রেজাল্ট বা লিংক শো করে, যেগুলো আমরা ইচ্ছা হলে ক্লিক করে ভিজিট করতে পারি।

তবে যদি আপনি সার্চ বক্সে আপনার সার্চ কিওয়ার্ড লিখে সার্চ বাটন ক্লিক না করে পাশে থাকা I’m feeling lucky বাটনটি ক্লিক করেন, তাহলে গুগল আপনাকে কোনো সার্চ রেজাল্টের লিস্ট শো করবে না। বরং সরাসরি আপনাকে প্রথম সার্চ রেজাল্টটির লিংক ভিজিট করিয়ে দেবে। অর্থাৎ, সাধারনভাবে সার্চ করলে সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইটটি বা যে লিংকটি আপনাকে দেখানো হতো, I’m feeling lucky বাটন ক্লিক করলে আপনাকে কোনো সার্চ রেজাল্ট না দেখিয়ে সরাসরি ওই লিংকেই রিডাইরেক্ট করে দেওয়া হবে।

এর ফলে আপনাকে আর সার্চ রেজাল্ট আসার পরে ম্যানুয়ালি প্রথম লিংকে ঢুকতে হবে না। এর ফলে হয়তো আপনার কয়েক সেকেন্ড সময় সেভ হবে। প্রথম রেজাল্টটিই কেন? অন্য কোনো রেজাল্ট কেন নয়? কারন, আপনি যখন কিছু সার্চ করেন, মোস্ট অফ দ্যা টাইম আপনি যা খুঁজছেন, সেটি সার্চ রেজাল্টের প্রথমেই থাকে। এইজন্যই I am feeling lucky বাটন আপনাকে প্রথম সার্চ রেজাল্টে রিডাইরেক্ট করে দেয়। আপনি এখন বলতে পারেন, প্রায় সময়ে হলেও সবসময় তো আর প্রথম সার্চ রেজাল্টে আমার প্রয়োজনীয় লিংকটি থাকবে না! ৩ নাম্বার বা ৫ নাম্বার সার্চ রেজাল্টেও থাকতে পারে।

অবশ্যই! এই কারণেই এই বাটনটির নাম দেওয়া হয়েছে I am feeling lucky। অর্থাৎ, এই বাটনটি ক্লিক করে আপনি সরাসরি আপনার এক্সপেক্টেড ওয়েবসাইটে চলে যেতে পারবেন, যদি আপনি ভাগ্যবান হন। তাই আপনি এই বাটনটি ক্লিক করে সঠিক লিংকে ঢোকার আশা রাখবেন যখন আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। এটা অনেকটা নিজের লাক টেস্ট করার একটা ইস্টার এগ হিসেবে রেখেছে গুগল। তবে আপনি যদি সার্চ বক্সে কিছু না লিখে এই বাটনটি ক্লিক করেন, তাহলে গুগল আপনাকে তাদের Doodles পেজে নিয়ে যাবে, যেখানে আপনি গুগলের আগেকার কিছু কাস্টোমাইজড লোগোর শোকেজ দেখতে পারবেন, যেসব লোগো গুগল বিভিন্ন ফেস্টিভাল উপলক্ষে কাস্টোমাইজ করে থাকে।

তবে, গুগলের কাছে কিন্তু I’m feeling lucky বাটনটি খুব সুবিধার কিছু না। আমরা সবাই জানি, গুগলের রেভিনিউ এর সবথেকে বড় অংশটি আসে গুগল সার্চ থেকে, যেখানে সার্চ রেজাল্টসের পেজে ইউজারদেরকে টার্গেটেড অ্যাডস এবং স্পনসরড কন্টেন্ট দেখানো হয়। কিন্তু একজন ইউজার যখন সাধারনভাবে সার্চ না করে নিজেকে ভাগ্যবান মনে করে এবং লাক টেস্ট করার জন্য I’m feeling lucky বাটনটি ক্লিক করে, তখন গুগল তাকে আর সার্চ রেজাল্টস পেজের কোনো অ্যাডই দেখাতে পারে না, যেহেতু তাকে সরাসরি অন্য লিংকে রিডাইরেক্ট করে দিতে হচ্ছে!

তবে যেমনটা ধারনা করেছেন, আপনার বা আমার মতোই প্রায় কেউই I’m feeling lucky বাটনে কখনোই ক্লিক করেনা। গুগলের ভাষ্যমতে, তাদের ইউজারদের মধ্যে মাত্র ১℅ ইউজার এই বাটনটি ক্লিক করে। বাট গুগলের মতো ইন্ডাসট্রির কাছে ১℅ ইউজার মানেও অনেক বেশি। আপনি হয়তো জানেন না, এই ১℅ ইউজার এবং এই I’m feeling lucky বাটনটি থাকার কারনে প্রতি বছর গুগল প্রায় ১১০ মিলিয়ন ইউএস ডলার রেভিনিউ হারায়!

এত রেভিনিউ লসের পরেও গুগল এখনো তাদের ওয়েবসাইটে একইভাবে I’m feeling lucky বাটনটি রেখে দিয়েছে শুধুমাত্র তাদের এত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে এবং এটা বেশ মজার জিনিস! আপনি গুগল সার্চে গিয়ে সার্চ বক্সে wirebd লিখে এরপর I’m feeling lucky বাটনে ক্লিক করে দেখুন, আপনি সরাসরি wirebd ওয়েবসাইটেই চলে আসবেন। আর যদি তা না হয়, ধরে নিন আপনি খুবই আনলাকি! 😑

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories