আপনি যদি ইন্টারনেট টেকনোলজির খুব গভীরে না গিয়ে থাকেন এখনো, তাহলে হয়তো ব্লকস্ট্যাক (BlockStack) নামটি আপনি কখনোই শোনেন নি। ব্লকস্ট্যাক মুলত একটি ব্লকচেইন বেজড ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট প্লাটফর্ম, যেখানে ইউজাররা সম্পূর্নভাবে নিজেদের ডাটা এবং আইডেন্টিটি কনট্রোল করার ক্ষমতা রাখে। এভাবে টেকনিক্যাল টার্ম বললে বুঝতে একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই সহজভাবে বলি। আগেই বলি, আজকের পোস্টটি একটু ছোট হবে, কারন এখানে ব্লকস্ট্যাক প্লাটফর্মটি সম্পর্কে শুধুমাত্র কিছু বেসিক ধারণা দেওয়া হবে।
ব্লকস্ট্যাক প্লাটফর্মটিকে আপনি গুগলের সাথে তুলনা করতে পারেন। একটি বিশাল বড় প্লাটফর্ম, যেখানে একটি ইউজার অ্যাকাউন্টের মাধ্যমেই ইউজারদেরকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা সার্ভিস দেওয়া হয়। যেমন- গুগল সার্চ, ক্লাউড স্টোরেজ, ফটো ব্যাকআপ সার্ভিস, ট্রান্সলেশন সার্ভিস, ওয়েব হোস্টিং সার্ভিস এবং আরো অনেক কিছু। ব্লকস্ট্যাকও গুগলের মত এই একইধরনের কাজই করে থাকে। তাহলে এটা গুগলের থেকে কিভাবে আলাদা?
ব্লকচেইন প্লাটফর্মটি গুগলের মতো হলেও এটি একটি ব্লকচেইন বেজড প্লাটফর্ম। অর্থাৎ, ব্লকস্ট্যাকের সকল সার্ভিস ওপেন-সোর্স এবং প্রাইমারিলি ফ্রি। গুগলের মত ব্লকস্ট্যাক ইউজারদের ডাটা কালেক্ট করে ইউজারদেরকে অ্যাডস শো করেনা। কারণ, ইউজার ডাটা কালেক্ট করার কোনো দরকারই হয়না ডিসেন্ট্রালাইজড প্লাটফর্মগুলোতে। ব্লকস্ট্যাক মুলত বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা ওয়েব অ্যাপস প্রোভাইড করে, যা লোকালি ইউজারদের ব্রাউজারে রান করে। একজন ইউজার তার ব্লকস্ট্যাক অ্যাকাউন্ট এবং প্রাইভেট কি ব্যাবহার করেই ব্লকস্ট্যাকের সকল অ্যাপস বিনামূল্যে ব্যাবহার করতে পারে।
ব্লকস্ট্যাকে আপনি এই মুহুর্তে প্রায় ৪৫০+ আলাদা আলাদা অ্যাপস পাবেন বিভিন্ন ধরনের কাজের জন্য। কয়েকটি উদাহরন দেওয়া যাক। ব্লকস্ট্যাকে আপনি পার্সোনাল ব্লগ অ্যাপ থেকে শুরু করে, অনলাইন ফাইল স্টোরেজ, ফাইল শেয়ারিং সার্ভিস, ফটো ব্যাকআপ সার্ভিস, ফর্মস সার্ভিস, অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার, ওয়েব হোস্টিং এবং এই ধরনের আরও অনেক ছোট ছোট টুলস পাবেন যেগুলো সব আপনি ব্যাবহার করতে পারবেন জাস্ট একটি ব্লকস্ট্যাক অ্যাকাউন্ট ব্যাবহার করেই।
ব্লকস্ট্যাক এর সুবিধা-অসুবিধা
ব্লকস্ট্যাক মূলত এমন একটি ব্লকচেইন বেজড ইকোসিস্টেম তৈরি করতে চেয়েছে, যেখানে সকল অ্যাপস এবং সকল ওয়েব সার্ভিসই হবে ডিসেন্ট্রালাইজড। ব্লকস্ট্যাক এর সম্পূর্ণ ইকোসিস্টেমটি Stacks Blockchain এর ওপরে তৈরি। ব্লকস্ট্যাক ইউজারদের ডাটা ও ইনফরমেশন স্টোর এবং ভেরিফাই করার জন্য STX Token এবং Gaia নামক দুটি সিস্টেম ব্যাবহার করে, যা ইউজারদের ডাটা এবং আইডেন্টিটির সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দেয়। ব্লকচেইন বেজড প্লাটফর্ম হওয়ায়, এই প্লাটফর্মে তৈরি অ্যাপসগুলোতে আপনি বিভিন্ন ধরনের এক্সট্রা সুবিধা পাবেন, যা আপনি অন্যান্য ক্ষেত্রে পাবেন না।
উদাহরণস্বরূপ, ব্লকস্ট্যাক ইকোসিস্টেমে Envelop নামের একটি ফাইল শেয়ারিং অ্যাপ রয়েছে, যেটিতে কোন ফাইল সাইজ লিমিট নেই। অর্থাৎ শুধুমাত্র এই Envelop অ্যাপটি ব্যাবহার করলেই আপনি আনলিমিটেড সাইজের ফাইল কারো সাথে শেয়ার করতে পারবেন। ব্লকস্ট্যাকে এমন আরও অনেক অনেক ফিচারস আছে, যার কারণে ব্লকস্ট্যাকে হোস্টেড যেকোনো অ্যাপ ব্যাবহার করলে আপনি মনে করবেন যে, এটা ইন্টারনেটের সম্পূর্ণ আলাদা একটি জগত।
ব্লকস্ট্যাক এর সম্পুর্ন প্লাটফর্মটি ব্যাবহার করতে আপনার শুধুমাত্র দরকার হবে আপনার একটি ইউজার অ্যাকাউন্ট এবং আপনার প্রাইভেট কী, যেটি সাইনআপ প্রোসেসের মধ্যেই আপনি জেনারেট করবেন। ব্লকস্ট্যাকের ক্ষেত্রে আপনার নাম এবং আপনার ইমেইল অ্যাড্রেস এর কোন ভ্যালু নেই। এখানে শুধুমাত্র আপনাকে আপনার প্রাইভেট কী-টি মনে রাখতে হবে এবং এই প্রাইভেট কী ব্যাবহার করেই আপনাকে ব্লকস্ট্যাক ইকোসিস্টেমে লগইন করতে হবে।
আচ্ছা, এবার দেখা যাক কয়েকটি ডিসেন্ট্রালাইজড ওয়েব অ্যাপস যেগুলো আপনি ব্লকস্ট্যাক ইকোসিস্টেমে পাবেন এবং বিনামুল্যে ব্যাবহার করতে পারবেন। এগুলো অবশ্যই আপনার রেগুলার অ্যাপস এর মতো এতটা রিলায়েবল হবেনা, তবে আপনি ট্রাই করে দেখতে চাইলে দেখতেই পারেন। আর হ্যা, ব্লকস্ট্যাক এর সম্পূর্ণ প্লাটফর্মটিই এখনো এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে। তাই ব্লকস্ট্যাকের অ্যাপগুলোতে টুকটাক বাগস খুঁজে পাওয়া অস্বাভাবিক কিছু নয়
ব্লকস্ট্যাক ইকোসিস্টেমের কিছু ওয়েব অ্যাপস
নিচের টেবিলে ব্লকস্ট্যাক ইকোসিস্টেমের কিছু অ্যাপসের নাম পাবেন, যেগুলো আপনি একটি মাত্র ব্লকস্ট্যাক অ্যাকাউন্ট ব্যাবহার করেই অ্যাক্সেস করতে পারবেন। তবে এমন আরও অনেক অ্যাপস রয়েছে ব্লকস্ট্যাকে। আরও অনেক ব্লকস্ট্যাক অ্যাপের খোঁজ পেতে টেবিলের নিচে দেওয়া লিংকটি ফলো করুন।
অ্যাপ এর নাম | টাইপ |
---|---|
Pravica | Secure Communication App |
BlockSurvey | Secure Survey App |
Xor Drive | Secure File Storage |
Sigle | Decentralized Open Source Blog Maker |
RunKod | Decentralized Web Hosting |
Forms.id | Decentralized Form App (Similar to Google Forms) |
Envelop | Free unlimited File Sharing solution |
Recall | Decentralized Photo Storage |
ব্লকস্ট্যাক অ্যাপস নিয়ে লিখতে গেলে চাইলে আর ১০০০ লাইন লেখা সম্ভব বিভিন্ন ধরনের অ্যাপস এবং টুলস নিয়ে। আজকে আর পোস্টটি বড় করতে চাইছি না তাই আজ আর কোন অ্যাপস নিয়ে আলোচনা করলাম না। তবে শুধুমাত্র ব্লকস্ট্যাকের কিছু ভালো অ্যাপস নিয়ে সামনে অন্য কোন আর্টিকেল কভার করা যেতে পারে। যাইহোক, আজকের পোস্টটি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না!
Image: Shutterstock.Com