ফোন ও ল্যাপটপ ব্যাটারি/চার্জার নিয়ে যতো বিড়ম্বনা! [আর্টিকেল তালিকা]

মোবাইল বা ল্যাপটপ বর্তমান যুগের সবচাইতে প্রয়োজনীয় ডিভাইজ, সকল ইলেক্ট্রনিক ডিভাইজের মতো এগুলো ও ইলেক্ট্রিসিটির উপরে নির্ভরশীল, মানে এগুলো ইউজ করতে হলে চার্জ দিতেই হবে। সমস্যাটা কিন্তু চার্জ দেওয়া বা না দেওয়াকে নিয়ে নয়, আসলে ফোন ও ল্যাপটপ চার্জার দেওয়ার অভ্যাসের উপরে নানান বিড়ম্বনা জরিয়ে রয়েছে। অনেকের মনেই এই ব্যাপার গুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যেমন- ফোনের বা ল্যাপটপের আসল চার্জার দিয়েই কি চার্জ দেওয়া লাগবে নাকি যেকোনো চার্জার ইউজ করা যাবে? সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখলে কি হবে? চার্জে লাগিয়ে ফোন ইউজ করলে কি হবে? এরকম আরো যে কতো প্রশ্ন!

সৌভাগ্যবশত ওয়্যারবিডিতে এমন অনেক প্রশ্নের উত্তর দিয়ে পূর্বে থেকে অনেক আর্টিকেল রয়েছে, আর এই আর্টিকেল তালিকা মূলক পোস্টে ফোন ও ল্যাপটপ চার্জার নিয়ে নানান বিড়ম্বনা মূলক পোস্ট গুলো একসাথে যুক্ত করে দিলাম!

  • আপনি যেকোনো চার্জার যেকোনো ডিভাইজে ব্যবহার করতে পারবেন?
  • চার্জ শেষে ফোন চার্জার কি সকেটে লাগিয়ে রাখা উচিৎ?
  • ল্যাপটপে কি সর্বদা চার্জার প্লাগইন করে রাখা উচিৎ?
  • কেন ওয়্যারলেস চার্জিং টেক তেমন জনপ্রিয়তা পায়নি?
  • ল্যাপটপ ব্যাটারি ডেড হয়ে গেছে?
  • স্মার্টফোন ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য যেগুলো আপনি জানেন না!
  • কেন লিথিয়াম-আয়ন ব্যাটারি বেশি ব্যাকআপ দিতে সক্ষম হয়? আবার কেন বিস্ফোরিতও হতে পারে?
  • আপনার কি সারারাত ফোন চার্জে লাগিয়ে রাখা উচিৎ?
  • চার্জে লাগিয়ে ফোন ব্যবহার কি আপনার মৃত্যুর কারন হতে পারে?
  • কীভাবে স্মার্টফোন ব্যাটারি এর সঠিক যত্ন নেবেন?
  • রিমুভেবল ব্যাটারি : কেন স্মার্টফোনে আর কখনোই রিমুভেবল ব্যাটারি ফিরে আসবে না?
  • নন-রিমুভেবল ব্যাটারি বনাম রিমুভেবল ব্যাটারি
  • ব্যাটারি ক্যালিব্রেশন ল্যাপটপ এর জন্য কতটা প্রয়োজনীয়?
  • লিথিয়াম আয়ন বনাম লিথিয়াম পলিমার ব্যাটারি                                                                                             Feature Image: Shutterstock.Com

About the author

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি!

সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Add comment

Categories