
আপনার ফোন এবং অপারেটর দুটোই 4G+ সাপোর্ট করে কিন্তু তাও আপনি 4G+ পাচ্ছেন না? — 4G+ (৪জি+) বা ক্যারিয়ার এগ্রিগেশন চতুর্থ প্রজন্ম মোবাইল নেটওয়ার্ক টেকনোলজি বা 4G এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একসাথে কতিপয় ব্যান্ড ব্যবহার করে ব্যান্ডউইথ সরবরাহ করানো হয়। জিনিসটা অনেকটা কতিপয় নল ব্যবহার করার সাথে উদাহরণ নেওয়া যেতে পারে। একটি নল ব্যবহার করে যা পানি সরবরাহ করানো যাবে একই সাথে যদি ২/৩ টা নল ব্যবহার...