
আমাকে অনেকেই প্রশ্ন করেন, “ভাই, ভিপিএন দিয়ে কিভাবে ফ্রী নেট চালানো যেতে পারে?” — তো আমি এই আর্টিকেলে ভিপিএন দ্বারা ফ্রী নেট ব্যাবহার করা বা নেটের গতি কি আদৌ বাড়ানো যাবে কিনা এই ব্যাপারে আলোচনা করবো। আপনাকে বলে রাখছি, আজকের এই টপিক বেশ মজাদার হতে চলেছে, বিশেষ করে আপনি যদি ছোটবেলায় প্রক্সি ব্যাবহার করে ফ্রী নেট চালিয়ে থাকেন তো আজকের আলোচনায় বেশ মজার স্মৃতিচারণ হতে চলেছে! ভিপিএন দিয়ে ফ্রী নেট...