
টাইটেল দেখেই মারতে চলে আসবেন না প্লিজ! আমি জানি, আমি আজকাল আউট অফ টপিক হয়ে যাই। ওয়্যারবিডি তে এই পর্যন্ত হাজারো টেকনিক্যাল টার্ম গুলোকে এক্সপ্লেইন করেছি, তো একটা মানুষের কাছে আর কতোই বা টপিক থাকবে বলুন? — যাইহোক, এই প্রশ্ন কিন্তু একেবারেই অযৌক্তিক নয়। ইন্টারনেট যেভাবে কাজ করে সেই অনুসারে দেখতে গেলে ইন্টারনেট রাতারাতি গায়েব করে ফেলা বা সম্পূর্ণ ইন্টারনেট ধ্বংস করা মুশকিল ব্যাপার। কিন্তু অসম্ভব...