
আপনারা সবাই নিশ্চয় ৪জির ক্রেজি ফাস্ট ইন্টারনেট স্পীড উপভোগ করছেন, রাইট? হেহে, জাস্ট কিডিং 😂 বাংলাদেশের ৪জি যে কতো ফাস্ট সেটা সবারই অভিজ্ঞতা রয়েছে! আমাদের দেশে কোন টেকনোলজি শুধু নাম মাত্র সুবিধা নিয়ে হাজির হয়, সবাই এক দৌড়ের মধ্যে থাকে, কে আগে কোন টেকনোলজি অফার করবে। তারপরে আর উন্নতি আনা হয় না। ফলে আমাদের ৪জি দেওয়ার নামে অপারেটর রা ২জি ধরিয়ে রাখে। ৪জির আসল স্পীড কিন্তু আরো বেশি হওয়ার কথা...