
ধরুন আপনার দেয়ালের সকেটে একটি মোবাইল বা ট্যাবলেট চার্জার লাগানো রয়েছে, কিন্তু সেখানে ডিভাইস কানেক্টেড নেই, সেক্ষেত্রে চার্জারটি লাগিয়ে রাখা কি ঠিক হবে? এক্ষেত্রে আপনার কতটুকু বিদ্যুত খরচ হতে পারে? আজ আমরা আলোচনা করব, চার্জ দেয়ার পরও দেয়ালের সকেটে বা প্লাগে চার্জার লাগিয়ে রাখাটা কতটুকু যৌক্তিক, এটি কি তাহলে মাসে আমাদের বিদ্যুত বিল বাড়িয়ে দিচ্ছে? চার্জারের এরকম স্ট্যান্ড-বাই মোডে বিদ্যুত খরচ এর...