
আমি জানি, আপনাদের মধ্যে অনেকেই সস্তা হেডফোন ব্যবহার করেন, কেননা হেডফোন বা ইয়ারবাডস এমন এক জিনিষ যেটা নষ্ট হতেই থাকে। ১২০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা বা আরো বেশি টাকার হেডফোন পর্যন্ত কখন নষ্ট হবে কেউ বলতে পারে না। হয়তো তারের সমস্যা হয়ে যায় বা দেখা যায় সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যায় কিংবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক কানে বাজছে কিন্তু আরেক কান খারাপ হয়ে গেছে কিংবা সম্পূর্ণ হেডফোনই ডেড হয়ে গেছে...