ফেসবুক কর্তৃপক্ষ তাদের F8 ডেভলপার সম্মেলনে হোয়াটসঅ্যাপ নিয়ে সচরাচর কোনো তথ্য প্রকাশ করেনা। তবে সম্প্রতি ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপের আপকামিং নতুন তিনটি আপডেটের তথ্য জানিয়েছেন, যা আগামী কয়েক দিনের মধ্যেই রিলিজ করা হবে। এক চ্যাট সাক্ষাৎকারে হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট এবং জাকারবার্গ জানিয়েছেন যে আসন্ন তিনটি হোয়াটসঅ্যাপ ফিচারের মধ্যে দুটি ফিচার (“Disappearing Mode” এবং “View Once”) শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে। তবে অপর (“multi-device support”) ফিচারটি আগামী দুই মাসের মধ্যে হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হবে।
তো দেখে নেয়া যাক কি কি থাকছে এই তিনটি নতুন ফিচারে-
Disappearing Mode
মূলত হোয়াটসঅ্যাপ, এক জন ব্যবহারকারীর চ্যাটিং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই “অদৃশ্য মোড” (Disappearing Mode) নামে এই ফিচারটি আনতে চলেছে। যার মাধ্যমে এক জন ব্যবহারকারীর সকল চ্যাটিং হিস্ট্রি প্রতি ২৪ ঘন্টা পর পর একাকী অদৃশ্য হতে শুরু করবে। এতে যে কেউ চাইলেও অতিতের কোন চ্যাটিং হিস্ট্রি গুলো আর এক্সেস করতে পারবেনা। গত বছর এই ফিচারটিকে ৭ দিন পর্যন্ত বাড়িয়ে রাখা হয়েছিল যা নতুন আপডেটের পর ২৪ ঘন্টায় নামিয়ে আনা হবে।
View Once Photos & Videos
চ্যাটিং করার সময় এক জন ইউজার এই ফিচারটি ব্যবহার করে অন্য কাউকে কোন ফটো বা ভিডিও পাঠালে তা মাত্র এক বারের জন্যই দেখা সম্ভব হবে। এবং ফটো বা ভিডিও সহ বার্তাটি একবার দেখার পরে চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে ফটো বা ভিডিও গুলি অদৃশ্য হয়ে যাবে। যার ফলে প্রাপক কোন ভাবেই ফটো বা ভিডিও গুলো সংরক্ষণ করতে পারবেনা। এই ফিচারটি আরও আগে থেকেই আরও কয়েকটি চ্যাটিং প্লাটফর্মে এভেইলেবল ছিলো। তবে হোয়াটসঅ্যাপে প্রথমবারের মতো আসতে চলেছে এই ফিচারটি।
Multi-Device Support
হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট এই ফিচারটি সম্পর্কে বলেন যে, যখন কোনো ব্যবহারকারীর প্রাইমারি ডিভাইসটি আর ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে না তখন তিনি সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপ থেকে বিছিন্ন হয়ে পড়েন। এমন সময় তিনি চাইলে আলাদা কোনো ডিভাইসে তার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারেন। এমনকি নতুন এই ফিচারটিতে এক জন ইউজার চাইলে তার ৪ টি ডিভাইসে একই সাথে নিজের হোয়াটসঅ্যাপ একাউন্টটি ব্যবহার করতে পারবেন। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ব্যবহারকারীদের জন্য মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারটি রোল আউট করা হবে।