এই বছরের শেষের দিকে নতুন একটি আইপড বাজারে আনতে যাচ্ছে অ্যাপল, যার নাম করণ করা হয়েছে “আইপড টাচ” (iPod Touch)। মনে করা হচ্ছে আইফোন ১২ এবং আইপ্যাড এয়ার এর ডিজাইনের সমন্বয়ে “আইপড টাচ” রিলিজ করা হবে। এর ফলে প্রথম বারের মত নতুন এক ডিজাইন পেতে পারে অ্যাপলের এই আইপডটি। ম্যাক রিউমরস উদ্যোগতা “স্টিভ মোজার” এক টুইটে লিখেছেন “এই বছরের অফ সিজনে আইপড টাচ রিফ্রেশ রিলিজ করা হবে।” তবে কেউ কেউ মনে করছেন আইপড পরিবারের ২০ তম বার্ষিকী উপলক্ষে ঐ দিনেই আইপড টাচ অফিশিয়ালি রিলিজ করা হতে পারে। যেহেতু অ্যাপলের পক্ষ থেকে এখনও কোনো নতুন চিপসেটের কথা বলা হয় নি সেহেতু এম ১ চিপসেটিই আবার “আইপড টাচ” এ দেখা যেতে পারে।
বর্তমান সময়ে অ্যাপল এর সকল আইপডে আমরা অনেক বেশি স্ক্রিন বেজেল দেখে অভ্যস্ত। কিন্তু আসন্ন আইপডটি অনেকাংশে বেজেল-ফ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। মজার বিষয় হল নতুন এই ডিভাইসটিতে কোনও টাচ আইডি বা ফেস আইডি হার্ডওয়্যার দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ডিভাইসটিতে আইপ্যাড এয়ারের মতো সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে নাকি ইন-ডিসপ্লে টাচ আইডি ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়। কয়েক দিন আগে ইন্টারনেটে “আইপড টাচ” সংক্রান্ত একটি ছবি ফাঁস হয়েছে যেখানে আইফোন ১২ , আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো এর ডিজাইনকে কম্বাইন অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।